Alor Disha: মুসকিল আসান আলোর দিশা! স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় মানুষ ও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বস্ত্র ও পাঠ্যসামগ্রী বিতরণ

Share

দাঁতন 26 সে জানুয়ারি:

প্রজাতন্ত্র দিবস কে সামনে রেখে দাঁতনের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বস্ত্র,পাঠ্য বই সামগ্রী তুলে দিল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আলোর দিশারী।এদিন চল্লিশ জন পড়ুয়াকে পাঠ্য পুস্তক,সেই সঙ্গে ৪০ জন মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা আলোর দিশা-র উদ্যোগে অনুষ্ঠিত হল অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যসামগ্রী বিতরণ কর্মসূচি।এই মানবিক কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের জাহালদা হাই স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়।এইদিন এক অনুষ্ঠানের মাধ্যমে দাঁতন-২ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।পাশাপাশি দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়তায় প্রয়োজনীয় পাঠ্যসামগ্রী প্রদান করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক মাখন নন্দ গোস্বামী, জাহালদা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদিনন্দন রায় এবং খেজুরি মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী সৌমিত্র বেরা।অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এই মহতি প্রচেষ্টার র্কণধার দীপক মাইতি জানান, “সামাজিক দায়বদ্ধতার একটি রুপ হিসাবে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।”সম্পাদক কমল দাস ও সভাপতি আশীষ দাস মহাপাত্র রা জানান বিভিন্ন সামাজিক কাজ আমরা আলোর দিশার পক্ষ থেকে দাঁতন বিধানসভার মানুষের কাছে বার্তা থাকলো।আমরা আগামী দিনে আলোর দিশার পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প করতে চাই। অনুষ্ঠান শেষে এদিন প্রায় শতাধিক মানুষকে সাহায্য করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in