
বাড়বাঁশী 26 সে জানুয়ারি:
খড়্গপুর – ২ ব্লকের অন্তর্গত বাড়বাঁশী হাইস্কুলে আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী এবং ফুড ফেস্টিভাল।ফুড ফেস্টিভালে অংশ নিল কয়েকশো পড়ুয়া। এই খাদ্য মেলায় কয়েকশো পড়ুয়া নিজেদের হাতে তৈরি পিঠে, পায়েস,ঘুগনি,চা,কফি-সহ নানা সুস্বাদু খাদ্যসামগ্রী নিয়ে স্টল দেয় মেলায়।শিক্ষকেরা জানালেন পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষা দেওয়া, দায়িত্ববোধ গড়ে তোলা এবং বিভিন্ন কাজে পারদর্শী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষায় উৎসাহ দিতে এবং আত্মনির্ভরতার বীজ বপন করতে অভিনব উদ্যোগ নিল বাড়বাঁশী হাইস্কুল।পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর–২ ব্লকের অন্তর্গত বাড়বাঁশী হাইস্কুলে সম্প্রতি আয়োজিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী এবং ফুড ফেস্টিভাল।এই খাদ্যমেলায় কয়েকশো পড়ুয়া নিজেদের হাতে তৈরি পিঠে, পায়েস, ঘুগনি, চা, কফি-সহ নানা সুস্বাদু খাদ্যসামগ্রী নিয়ে স্টল দেয়।ছাত্রছাত্রীদের উদ্যম ও সৃজনশীলতায় সাজানো এই খাদ্যমেলা যেন এক আনন্দঘন মিলনক্ষেত্রে পরিণত হয় এইদিন। মোট দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনেই খাদ্যমেলা কে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে উপচে পড়ে ভিড়।শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী,অভিভাবক-অভিভাবিকা সহ এলাকার বহু মানুষ এই অভিনব ফুড ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে পড়ুয়াদের উৎসাহ বাড়িয়ে দেন।

মুহূর্তের মধ্যেই অধিকাংশ স্টলের খাবার বিক্রি হয়ে যায়, আর খাদ্যরসিক মানুষজন তৃপ্তির সঙ্গে উপভোগ করেন ছাত্রছাত্রীদের তৈরি খাবার।উৎসাহী পড়ুয়ারা জানায়, এই ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তারা ভীষণ আনন্দিত। অনেকেই বলে, “আমরা যা তৈরি করেছিলাম, তা খুব অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে গেছে।” এই অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস ও কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব মাইতি মহাশয় বলেন, “পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষা দেওয়া, দায়িত্ববোধ গড়ে তোলা এবং বিভিন্ন কাজে পারদর্শী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এই ধরনের অভিনব আয়োজন।”

তিনি আরও জানান, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে খাদ্যমেলার আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।বাড়বাঁশী হাইস্কুলের এই খাদ্যমেলা শুধু একটি অনুষ্ঠান নয়,বরং পড়ুয়াদের বাস্তব জীবনের প্রস্তুতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।