
মেদিনীপুর 29 সে জানুয়ারি:
দেশের বাজারে সোনা ও রুপোর দামে ফের নতুন রেকর্ড তৈরি হলো বৃহস্পতিবার। রিটেল মার্কেটে চাহিদা, টাকার দুর্বলতা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে এই দুই মূল্যবান ধাতুর দাম আরও বাড়ল বলে মত বিশেষজ্ঞদের।এই বৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাগালের আরও বাইরে চলে গেল গয়না তৈরিতে ব্যবহৃত দুই ধাতুর দাম।

ফের সোনার দাম ঊর্ধ্বমুখী, লাগাম ছাড়ালো এক লক্ষ ৭৫ হাজার।পাশাপাশি সোনার সাথে দাম বাড়ছে রুপোর। যা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন ব্যবসায়ী ও ক্রেতা মহল।মূলত বৃহস্পতিবার দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বেড়েছে ১১ হাজার ৮৫০ টাকা বা ৭ শতাংশ।এই দাম বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭৮২ টাকা।পাশাপাশি এই দিন রুপোর দাম বেড়েছে ২২ হাজার টাকা বা ৬ শতাংশ। এর জেরে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ৪৫৬ টাকা।শুধু দেশের বাজার নয়,আন্তর্জাতিক বাজারেও বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে নতুন রেকর্ড তৈরি করেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতি আউন্স সোনার দাম হয়েছে ৫ হাজার ৫১১ ডলার। যা আর্লি সেশনে ৫ হাজার ৫৯১ ডলারে পৌঁছেছিল। এ সপ্তাহের সোমবারই ইতিহাসে প্রথমবার ৫ হাজার ডলারের গণ্ডি পার করেছিল সোনা।

সেই পর্যায় থেকে ১০ শতাংশের বেশি দাম বেড়েছে গত কয়েক দিনে। একই প্রবণতা রুপোর দামেও দেখা গিয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতি আউন্স রুপোর দাম বেড়ে ১১৮ ডলার ছাড়িয়েছে। যদিও এই ঘটনায় উদ্বিগ্ন মেদিনীপুরের ব্যবসায়ী ও ক্রেতা মহল। কেউ কেউ বলতে শুরুই করে দিয়েছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে সোনা কেনাবেচা করুন এই সময়ে। তবে সকলেই একই প্রশ্ন শেষ পর্যন্ত এই দাম থামবে কোথায়?