Dilip Ghosh: বালু দা মরবেন না বরং জেলে কয়েকদিন থাকলে ভালোই থাকবেন,যেমন পার্থ আর কেষ্ট আছে! মেদিনীপুরে কটাক্ষ দিলীপ ঘোষের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

জুন মালিয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককে একহাত নিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।নিমতলা চকে অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপুজো উদ্বোধনে এসে তিনি বলেন ‘জেলে ভালই থাকবেন বালু,শ্বাসকষ্ট,বিপি,সুগার সব সেরে যাবে,যেমন সেরে গিয়েছে কেষ্ট এবং পার্থদার।

মেদিনীপুরে পুজো উদ্বোধনী এসে বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্যে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ। এদিন দিলীপ ঘোষ মেদিনীপুরে এসেছিলেন কয়েকটি কালীপুজো উদ্বোধন উপলক্ষে।সেখানে পুজো শেষ করার পরই তাকে প্রশ্ন করা হয় যে বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক ED র হেফাজতে কমান্ড হাসপাতাল থেকে বেরোনোর সময় বলেছেন এবার তিনি মরেই যাবেন,বাকি যা বলেছেন তা বিড়বিড় করে শোনা যায়নি।এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন কেউই মরবে না।আগে যেমন পার্থ কেষ্ট এরাও বলেছিল মরে যাব।

কিন্তু কেউ মরেনি বরং সুনিশ্চিত ভাবে ভালো আছে,নিরাপত্তার সাথে।তেমনি জ্যোতিপ্রিয় বা বালু বাবু মরবেন না। উনি ভালোই থাকবেন এবং নিরাপত্তায় থাকবেন কয়েকদিন জেলে গেলেই সেটা উনি বুঝতেও পারবেন। উনাদের বিপি সুগার শ্বাসকষ্ট সব ঠিক হয়ে যাবে,বালুদা বুঝতে পারবেন উনি ভালো আছেন। পরে বিষ্ণুপুরে তৃণমূল MLA বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন “এটা গোটা রাজ্য এবং দেশব্যাপী হচ্ছে,নেতাদের দালালি করলে তাদের বাড়িতে আয়কর, ED র হানা হবেই”,এটা নতুনত্ব নয়।

মূলত এইদিন অলিগঞ্জ স্টার ক্লাবের পুজো উদ্বোধন করতে এলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।এ বছর ৩৪ তম বর্ষে পড়লো এ ক্লাবের কালীপুজো। পুজো উদ্বোধনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া কিন্নরীদের বিশেষ সম্বর্ধনা সাংসদের। এরপর দিলীপ ঘোষ সবার সঙ্গে ছবি তুলেন এবং স্বদেশী মাটির প্রদীপ বিলি করেন স্থানীয়দের মধ্যে। সাংসদ দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত কুমার দাস,জেলা সভাপতি সুদাম পণ্ডিত,রমা গিরি,সমীর মন্ডল,সংকর গুছাইত।এইদিনে পুরো অনুষ্ঠানের দায়িত্ত্ব ভারে ছিলেন অচিন্ত্য মারিক,পারিজাত সেনগুপ্ত,শান্তা বাগচী প্রমুখ।


Share

dnews.in