নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
পুজো পর্ব শেষ হয়েছে এবার প্রোমোটার ও শহরের ডেভলপারদের নিয়ে এক মিট করল Dulux কোম্পানির তরফ থেকে দেবী দুর্গা হার্ডওয়্যার।শহরের একটি লজ থেকে এই অনুষ্ঠানে ২৫ জন প্রোমোটারের হাতে তুলে দেওয়া হয় তাদের বিশেষ উপহার।এরই সঙ্গে এই দিন সবাইকে একসঙ্গে নিয়ে এক বিজয়া সম্মেলনী পালন করেন এই দেবী দুর্গার হার্ডওয়ার সহ Dulux Akzonobel এর কর্মকর্তারা।
বিশ্বকর্মা,গণেশ,দুর্গা এবং কালী পুজো শেষ হয়েছে এবার চলছে চারিদিকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এদিন শহরের একটি লজে শহরের প্রোমোটার ও ডেভলপারদের নিয়ে এক মিটের আয়োজন আয়োজন Dulux কোম্পানি তরফ থেকে দেবী দুর্গা হার্ডওয়্যার। এদিন তারা বাছাই করা প্রোমোটারদের তাদের এচিভমেন্ট পূরণের জন্য তাদের বিশেষ উপহার সামগ্রী তুলে দেন।পুরস্কার তুলে দেওয়া হয় প্রায় ২৫ জন প্রোমোটার ও ডেভলপারের হাতে। এরই সঙ্গে সবার সঙ্গে মিষ্টিমুখ এবং এক বিজয়া সম্মিলনিতে মেতে উঠেন তারা।এইদিন এই অনুষ্ঠানে শহরের প্রোমোটাররা ছাড়াও ছিলেন Dulux কোম্পানির বিশেষ অধিকর্তারা।ছিলেন Akzonobel Dulux রিজিওনাল সেলস ম্যানেজার শুভদীপ দেব,এরিয়া সেলস ম্যানেজার সুমন্ত কৃষ্ণ দে,দীপঙ্কর নাগ,গৌতম হালদার প্রমুখ। এদিনের অনুষ্ঠানের পুরো দায়িত্ব পালন করেছিলেন দেবী দুর্গা হার্ডওয়ারের কর্ণধার দীপক কুমার দাস।
এদিন বক্তব্য রাখতে গিয়ে দীপক বাবু বলেন অন্যান্য কোম্পানির থেকে Dulux সবচেয়ে বেশি টেকসই এবং সাশ্রয় কারী।বহু প্রোমোটার এই কোম্পানির রং কেই বেছে নিয়েছেন।আমরাই আছি যারা গ্যারান্টি কার্ড দিয়ে এই রং বিক্রি করি এবং রং উঠে গেলে চটে গেলে সে ক্ষেত্রে আমরা এই টোল ফ্রি নাম্বার দিয়ে সমস্যার সমাধান করি।