নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
বিশ্বকর্মা,গণেশ, দুর্গা কালীর পর এবার জগধাত্রী পূজা। ষষ্ঠী থেকে স্বাভাবিকভাবে উদ্বোধন হয়ে গেল জগধাত্রী পুজোর। মেদিনীপুর শহরে পূজোর উদ্বোধনী এলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।পুজোর এই পাঁচ দিন নানা ধরনের অনুষ্ঠান,কুমারী পূজা,অন্নকূটের ব্যবস্থা রেখেছে ১৩ তম বর্ষে পড়া অগ্নিকন্যা ক্লাবের সদস্যরা।
ষষ্ঠী থেকেই শুরু হয়ে গেল জগধাত্রী পুজো। মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের পূজোর উদ্বোধন হয় সাড়ম্বরে। উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।এরই সঙ্গে এই দিন উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী রঞ্জন দত্ত, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। মূলত ম্যানসনের আদলে এই মন্ডপ তৈরি করেছে এবারে অগ্নি কন্যা ক্লাবের সদস্যরা।১৩ তম বর্ষে এই পুজোর বাজেট কয়েক লক্ষ টাকা।এই পুজোর পাঁচটা দিন থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিচিত্রা অনুষ্ঠান। এছাড়াও নবমীর দিন কুমারী পূজা এবং অন্নকুটের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হবে এই জগধাত্রী পুজো।এক মেব অদ্বিতীয়ম নামে পরিচিত এই অগ্নিকন্যার পুজো ঘিরে উৎসবমুখর মেদিনীপুর শহর। এবারে বিশেষ অভিনবত্ব হলো ১০ জন কুমারী নিয়ে কুমারী পুজো।
উদ্বোধন করতে এসে পুলিশ সুপার বলেন ধৃতিমান সরকার বলেন মেদিনীপুর শহরের পঞ্চুর চকে এই পুজো জমজমাট। সবাই এই পুজোর কটা দিন ভালো ভাবে উপভোগ করুক এটাই আবেদন।আমরা পাশে রয়েছি অগ্নিকন্যা ক্লাবের।
তবে আয়োজক অগ্নিকন্যা ক্লাবের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন আমাদের পুজো এবারে ১৩ তম বর্ষে পদার্পণ করলো।মূলত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,কুমারী পূজা সহকারে এবং অন্নকূটের মধ্য দিয়ে শেষ হয় আমাদের এই জগধাত্রী পুজো।কয়েক লক্ষ টাকা ব্যয় করে ম্যানসনের আদলে আমাদের এই পূজা মন্ডপ।