নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মুম্বাই হামলা নিহত ভারতীয়দের এবং বীরগতি প্রাপ্ত সেনানিদের শ্রদ্ধা জানালো গান্ধী স্ট্যাচুর আমরা সবাই ক্লাবের সদস্যরা। মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন তারা। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন।
দেখতে দেখতে ১৫ বছর কেটে গিয়েছে। সেই দুঃখের আবহাওয়া আজও কাটিয়ে উঠতে পারেনি ভারতবর্ষ এবং ভারতের আপামর জনগণ।সেই স্মৃতি এখনো দগদগে ভারতবাসীর হৃদয়ে। সেই কাহিনী ছিল মুম্বাই হামলা।গত ২০০৮ সালে ২৬/১১ তারিখে মুম্বাই হামলা করেছিল আতঙ্কবাদীরা। হামলা করেছিল লস্কর ই তৈইবা সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনের আতঙ্কবাদী। মুম্বাই তাজ হোটেলে এই হামলার ঘটনায় তৎকালীন সময় আহত হয়েছিল ৩০০জন,নিহতের সংখ্যা প্রায় ১৭৫ জন।তাতে নিরীহ মানুষের সঙ্গে মারা গিয়েছিল তৎকালীন সময়ে সাহসী পুলিশ কর্মীরা। যদিও সেই ঘটনায় মারা গেছিল নয় জন জঙ্গি।সেই ঘটনা ২৬/১১ নামেই ইতিহাসের পাতায় উল্লেখিত হয়। আজ ১৫ বছর পরও তাকে স্মরণ করলো ভারতবাসী। এদিন গান্ধী স্ট্যাচুর কাছে মেদিনীপুর শহরের আমরা সবাই থেকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান নিহত ভারতীয়দের।এরই সঙ্গে বীর গতি প্রাপ্তদের প্রতি দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি।উপস্থিত ছিলেন ক্লাবের তরফ থেকে অরূপ দাস,অতনু দাস শম্পা মন্ডল এছাড়াও বিভিন্ন কার্যকর্তা।