নিজস্ব প্রতিনিধি,দহিজুড়ি :
পানীয় জলের দাবিতে এবার রাজ্য সড়কের উপর কলসি, হাঁড়ি, বালতি রেখে পথ অবরোধে সামিল হলেন গ্রামের মহিলারা।ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে বিনপুর থানার অন্তর্গত দহিজুড়ি এলাকার।অবশেষে দেড় ঘণ্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে,দহিজুড়ি এলাকায় শীতলা মন্দির সংলগ্ন পাড়াতে নতুন জল প্রকল্পের কাজ হওয়ার কারণে ঠিকাদারি সংস্থার দ্বারা টাইম কলের জলের পাইপ ফেটে যায়।প্রায় ১৫ দিনেরও বেশি সময় ধরে টাইম কলের পাইপলাইন ফাটা অবস্থায় পড়ে থাকে। ফলস্বরূপ,পানীয় জল থেকে বঞ্চিত হয়ে পড়েন দহিজুড়ি এলাকার শীতলা মন্দির সংলগ্ন পাড়ার বাসিন্দারা। পানীয় জলের সংকট দেখা দেওয়ায় বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন কোন ভূক্ষেপ করেনি বলে দাবি গ্রামবাসীদের।এই ঘটনায় ক্ষোভে এদিন দুপুরে হঠাৎ করে পানীয় জলের দাবিতে ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কের ওপর দহিজুড়িতে পথ অবরোধ শুরু করেন মহিলারা।এই পথ অবরোধের জেরে রাজ্য সড়কের ওপর রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে দূর পাল্লার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিনপুর থানার পুলিশ।পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকার মহিলারা
অবরোধকারীরা বলেন,”১৫ দিন আগে এখানে জেসিবি দিয়ে পাইপলাইন বসানোর সময় টাইম কলের পাইপ লাইনটি ফাটিয়ে দেওয়া হয়।যার ফলে আমরা ১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছিলাম না।বারে বারে জানালেও কেউ সারানোর জন্য উদ্যোগ গ্রহণ করেনি।তাই পানীয় জলের দাবিতে বাধ্য হয়ে আমরা পথ অবরোধে সামিল হয়”।এই বিষয়ে দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী বাঘ রায় বলেন,”বিষয়টি আমার জানা নেই,খোঁজখবর নিয়ে দেখছি।সমস্যা থাকলে অবশ্যই সমাধান করা হবে”।