Paschim Medinipur: মিগজাউমের প্রভাবে ক্ষতিগ্রস্থ জেলার আলু ও ধান চাষিরা!চাষিরা দুষছে আবহাওয়া কে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মিগজাউমের জেরে লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান ও আলু চাষে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১,২,৩ ব্লক সহ ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ও২সহ শালবনীর বেশ কিছু অঞ্চলে আলু চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন বলে জানিয়েছেন চাষিরা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে গত ১২ ঘন্টায় জেলায় মোট ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতেই কার্যত ডুবে গেছে জেলার বিভিন্ন প্রান্তের ধান ও আলুর জমি।মূলত ডিসেম্বরের গোড়াতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান কাটার মরসুম।যেমন বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে তেমনই বহু জমিতে ধান গাদা করা রয়েছে। তাছাড়া অধিকাংশ জমিতে ধান এখনো না পাকার ফলে জমিতেই লতিয়ে আছে ধান গাছ।জমিতে জল জমে যাওয়ায় এই কাটা ধান এখন জলে ডুবে রয়েছে। ফলে ধানে অঙ্কুর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।সেই ধান এখন বাড়িতে আদেও নিয়ে যেতে পারবেন কি না,তা নিয়ে চিন্তায় চাষীরা।এই বৃষ্টি যে ধানসহ আলুতে বড় ক্ষতি করে দিল তা বলছেন কৃষকরা।একেবারেই পাকা ধানে মই দিল বুধবার রাতের ভারী বৃষ্টি। সেই জমা জলে বসানো আলু যেমন পচে যাওয়ার আশঙ্কা তৈরী হয়েছে তেমনই যে সব জমিতে আলু বসানোর প্রক্রিয়া শুরু করেছিলেন চাষিরা সেই জমিগুলিতে আলুর বসানোর প্রক্রিয়া পিছিয়ে যাবে বলে মনে করছে চাষিদের একাংশ। এই অকাল বৃষ্টি আলু চাষেও বড় ক্ষতি করল বলেও দাবি কৃষকদের।

যদিও এই আবহাওয়া দপ্তরে খাম খেয়ালীপনায় সতর্ক রয়েছে জেলা প্রশাসন।তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, খোলা হয়েছে জেলা কন্ট্রোল রুম।যদিও কৃষি আধিকারিক তথ্য থেকে পাওয়া খবরে চাষীরা তাদের শস্য বীমা থেকে ক্ষতির টাকা পেতে পারবে।


Share

dnews.in