Model Hunt 2023 : জঙ্গল মহলে নতুন দিশা দেখাচ্ছে অভিলাষ ও মৃণাল! রাম্পে হাঁটলো খুদে থেকে গৃহবধূরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মডেলিং সঙ্গে নিজেদের কারিকুলাম অ্যাক্টিভিটি আর তাতেই কিস্তি বাজিমাত। মডেল হান্ট অনুষ্ঠিত হলো একদা জঙ্গলমহল অধ্যুষিত মেদিনীপুরে।রাম্পে সেই মিউজিকের তালে তালে হাঁটলো তরুণ-তরুণী থেকে খুদে কচিকাঁচারা। অন্যান্য জেলা ও রাজধানী কলকাতার মতোই রীতিমতো নতুন দিশা দেখছে জেলা তারই প্রমাণ করলো দুই যুবক।এই প্রতিযোগিতা উপলক্ষে ট্রাইবাল সম্প্রদায়ের রাম্পে হাঁটা ছিল নজর কাড়া।

খাতা-কলমে জঙ্গলমহল নামে পরিচিত এই মেদিনীপুর। তবে মেদিনীপুর শহরের পৌরসভা এবং ওয়ার্ড রয়েছে। এবার সেই পৌরসভা এবং অঞ্চলের সঙ্গে জেলার জঙ্গলমহলের মানুষদের নতুন দিশা দেখাচ্ছে উঠতি দুই যুবক।বয়স ২৬ অভিলাষ সিং রাজপুত ও বছর ৩৭ এর মৃণাল পাল তারা আয়োজন করল মডেল হান্ট নামে একটি বিউটি কনটেস্ট শো। যেই শোতে অংশ নিয়েছিল জেলা সহ মালদা,দুই দিনাজপুর,দুই ২৪ পরগনা সহ ভিন্ন জেলার প্রতিযোগীরা।এই প্রতিযোগিতায় যেমন ছিল ক্ষুদেদের তেমনি ছিল বড়দের।রীতিমতো নজর কাড়া ড্রেসে একে একে রাম্পে হাঁটলেন এই খুদে থেকে বড় প্রতিযোগীরা।তবে এক্ষেত্রে পুরুষরাও পিছিয়ে ছিল না। ছিল বাচ্চা ও বড়দের এই বিউটি কনটেক্সট। আর তা দেখতেই ভিড় জমিয়ে ছিলেন অসংখ্য মানুষ শহর ও জেলার।এইদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল গীতাঞ্জলি মুক্তমঞ্চে এই মডেল হান্টের “সিজন টু”অনুষ্ঠানে অংশ নেয় মেদিনীপুর সহ ভিন্ন ভিন্ন জেলার শতাধিক প্রতিযোগী।একদম তিন বছর খুদে মডেল থেকে ছিল তরুণ তরুণী ও গৃহবধুরা। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ছিল বিশেষ স্মারক এবং সম্বর্ধনা।প্রতিযোগিতায় উৎসাহিত করতে এবারে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়াল রানী শিরোমনি,মিঠাই এবং ইচ্ছে পুতুল খ্যাত অভিনেতা ফাহিম মির্জা। ছিলেন মেদিনীপুর কোতোয়ালির পুলিশ আধিকারিক আতিবুর রহমান,এডি বর্মন সহ বিশিষ্ট জনেরা।

উল্লেখ্য এই অনুষ্ঠানেএই উঠতি মডেল মেয়েদের গ্রুমিংও জুরি হিসাবে ছিলেন মডেল মাধবীলতা মিত্র,অভিলাষ সিং রাজপুত এবং বাচ্চাদের বাসবদত্তা মন্ডল।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নিকন ও গোডেক্স এবং মজা ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার মেন্টর অভ্রনীল মালাকার,ফ্যাশন ডিজাইনার সঞ্জীব পাল ও সংঘমিত্রা ধর,মেকআপ আর্টিস্ট সোমদত্তা মন্ডল।এই প্রতিযোগিতা উপলক্ষে ট্রাইবাল সম্প্রদায়ের রাম্পে হাঁটা এবং ট্রাইবাল সম্প্রদায়ের বাদ্যযন্ত্র বিশেষ( ধামসা মাদল) নিয়ে প্রফেশনাল রানওয়ে ওয়াক ছিল নজর কাড়া।প্রত্যেক ক্যাটাগরি এবং রানওয়ে মডেলে হাঁটার জন্য ব্যবস্থা করা হয় লাইভ মিউজিক যা এই প্রথম।

এই নিয়ে অভিলাষ সিং রাজপুত ও মৃণাল পাল বলেন এই মেদিনীপুরের মানুষ কে অনেকেই ছোট করে দেখে,তারা ভাবে এই জঙ্গল মহলের মানুষের কোনও প্রতিভা নেই।তাই আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি।যাতে ছোট বড় সবাই অংশ গ্রহণ করেছে।এই মডেল হান্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে বাড়ির গৃহবধূরাও। এছাড়াও আমরা এই শো তে ট্রাইবাল নৃত্য রেখেছি এক ঝলক।


Share

dnews.in