Madrasa Sports: দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এইদিন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৪ তম পশ্চিম মেদিনীপুর জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস প্রতিযোগিতা।জেলার বিভিন্ন হাইমাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কেশপুর ব্লকের দোগাছিয়া যুব সংঘের ফুটবল মাঠে বসে এই প্রতিযোগিতার আসর। ‘খেলাধুলা করে যে সুষ্ঠ সমাজ গড়ে সে’ এই থিম সামনে রেখে আয়োজিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস প্রতিযোগিতা।

মূলত বুধবার সকালে জাতীয় পতাকা ও মাদ্রাসার পতাকা উত্তোলনের পর শুরু হয় এই প্রতিযোগিতা।উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও কৌশিশ রায়, জেলা পরিদর্শক স্বপন সামন্ত, সহকারী পরিদর্শক(মাধ্যমিক) অজয় কুমার মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, যুব আধিকারিক পূর্ণেন্দু ঘোষ, বিডিএমও কৌশিক অধিকারী, কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান , অঞ্চল প্রধান সেখ জসীমউদ্দীন প্রমুখ। এই দুদিনের প্রতিযোগিতায় ৩৭ টি মাদ্রাসা থেকে ৮২০জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। প্রথম দিনে একক খেলা ৬৪টি ও দ্বিতীয় দিনে দলগত খেলায় ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিশ্ব রঞ্জন মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্পোর্টস এন্ড গেমস কমিটির সদস্য কাজী আজিবুর রহমান ,শেখ মোস্তাক হাবিব, মিরাতুন নাহার, দোগাছিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ মহম্মদ মজিবুর রহমান, স্থানীয় ক্লাবের সভাপতি আপন মল্লিক প্রমূখ।


Share

dnews.in