নিজস্ব প্রতিনিধি,তমলুক :
অবশেষে সাত দিনের সিআইডি হেফাজত আর নিজেদের হেফাজত নিয়েই এবার বাকি মামলা তদন্ত শুরু করবে সিআইডি।মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। এই নিয়োগ দুর্নীতিতেও গ্রেপ্তার হয়েছেন আরও এক শিক্ষক।আর তাতে আদালত দুপক্ষ শোনার পরেই সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।এর ফলে এই দুর্নীতির মূল চক্রির ঘটনা সামনে আসবে বলে আশাবাদী জেলার মানুষ।
বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন DI এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার CID হেফাজত।গত বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন DI (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার কে গ্রেপ্তার করে।হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান DI শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন।সেই এফআই আর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল।মূলত প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে ২০১৭ সালে নিয়োগ করে।সেই ঘটনায় CID এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে। দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডি তরফ থেকে জানানো হয়েছে ১৪দিনের জন্য নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হয়েছিল কিন্তু সব শোনার পর জেলা আদালতে ৭ দিনের CID হেফাজতের নির্দেশ দেয়। যদিও এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দুই মেদিনীপুরে।