নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
সরকারি হোমে থাকা অনাথ শিশুকে মিলান থেকে এসে দত্তক নিলেন ইতালির দম্পতি।মূলত পরিবারে একটি বছর ৭ এর মেয়ে রয়েছে। তারপরেও আরেকটি সন্তান দত্তক নিতে ইতালির মিলান থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই দম্পতি। আন্তর্জাতিক দত্তক সংস্থার (আফা) হাত ধরে মেদিনীপুর এর সরকারি হোম থেকে বছর দিনের শুভ সরেন(৩)কে নিয়ে গেলেন ভিসা পাসপোর্ট করে। জেলায় মেদিনীপুর শহরে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তর করলেন জেলা শাসক খুরশেদ আলী কাদরী।
ঘটনা ক্রমে জানা যায় ইতালির মিলান এলাকার ইঞ্জিনিয়ার এলবাস্ত রিবনী।তার স্ত্রী এলিজাবেথ ফাক্কো একজন ভিডিও মেকার।পরিবারে সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।আরো একটি সন্তান নেওয়ার জন্য উদ্যোগী হয়েছিলেন।সেই মতো ভারতবর্ষের পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমে থাকা অনাথ বাচ্চাদের হদিস পায় তারা।সরকারি নিয়মে অনলাইনে আবেদন করেছিলেন তারা।গত ছমাস আগে করা সেই আবেদনের বিভিন্ন রকম ভেরিফিকেশন শুরু হয়।আন্তর্জাতিক দত্তক প্রদানকারী সংস্থা(আফা)-এর মাধ্যমে ভারতীয় সরকার সেই সমস্ত কাগুজে পরীক্ষা-নিরীক্ষা করে।
এরপর ভারত সরকারের সঙ্গে উদ্যোগ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে যায়।সোমবার বেলা করে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে সরকারি হোম এর অনাথ শিশু তিন বছরের শুভ সরেন কে তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে।উপস্থিত ছিলেন আফা-এর আধিকারিক প্রতিনিধি সারা আন্দ্রিজ।তিন বছরের ওই শিশুর পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র জেলাশাসক খুরশেদ আলী কাদরী তুলে দেন ইতালির ওই দম্পতি ও সারা আন্দ্রিজ এর হাতে।