নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
এটা ডব্লিউ ডব্লিউ এফ নয় এটা বুলবুল পাখির লড়াই এবং সেই লড়াই যথেষ্টই উত্তেজনাময়। দীর্ঘ পাঁচশো বছর ধরে চলে আসছে এই বুলবুল পাখির লড়াই গোপীবল্লভপুরে। এই বছরও মকর সংক্রান্তি উপলক্ষে হাজির হন অসংখ্য মানুষ এই পাখির লড়াই দেখতে। যদিও শেষে জয়ী পাখি মালিকদের যেমন পুরস্কৃত করা হয় এবং পাখিদের দেওয়া হয় স্পেশাল খাওয়া দাওয়া।
মানুষের সঙ্গে মানুষের বা পশুর সঙ্গে পশুর লড়াই হামেশাই দেখতে পাওয়া যায়।তবে শান্ত সৃষ্ট পরিবেশে পাখির মধ্যে পাখির লড়াই তাও আবার বুলবুল পাখি, সত্যি বিরল।আর সেরকমই চিত্র ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়।মূলত মকরসংক্রান্তি উপলক্ষে গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হলো প্রায় ৫০০ বছর ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী বুলবুলি পাখির লড়াই। প্রতি বছরের ন্যায় তাদের শখের প্রিয় বুলবুল পাখি নিয়ে হাজির হন মালিকপক্ষ।একাধিক জোড়ির বুলবুল পাখি নিয়ে চলে দীর্ঘ লড়াই এবং সেই লড়াই যথেষ্ট শক্তিশালী এবং ভয়ংকর।আর সেই লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করে স্থানীয় মানুষজন।এই বুলবুল পাখি লড়াইয়ে সহযোগিতা করেন রাধা গোবিন্দ মন্দিরের মন্দির কমিটি ও এলাকার মানুষ জন।এই বছর ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশনের থেকে সহযোগিতা করেন।এ লড়াইয়ে যারা জয়ী হন তাদের পুরস্কৃত করা হয়।এই লড়াই উপলক্ষে হাজির হয় কয়েকশো বুলবুল পাখি।
এই বিষয়ে ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশনের সেক্রেটারি সনাতন দাস বলেন এটা আমাদের পরম্পরা মেনে প্রতি বছরই এই পাখির লড়াই হয়।এই লড়াই দেখতে হাজির হন অসংখ্য মানুষ।আর এই জয়ী পাখিগুলিকে পুরস্কৃত করা হয়।এবারে আমাদের সংস্থা বিশেষভাবে সাহায্য করেছিল।