Fake Coin:দু’টাকার কয়েন বদলে পাঁচ টাকাতে রূপান্তরিত!ভালো করে টাকা দেখে নিন নয়তো বোকা আপনিও হতে পারেন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ধোঁকা দেওয়ার বিশেষ কৌশল!দু টাকা রাতারাতি তৈরি হলো পাঁচ টাকাতে।আর যা নিয়ে ধন্ধে সাধারণ মানুষ।যদিও এই দু টাকা রাতারাতি বদলে যাওয়া নকল পাঁচ টাকা কিভাবে এলো তা নিয়েই খুঁজে বেড়াচ্ছে পঞ্চুর চকের দোকানদাররা। এরকমই একটি কয়েন পাওয়া গেল দোকানদারের কাছে। যদি ওই কয়েনটি কোথা থেকে এসেছে বা কার মাধ্যম থেকে পাওয়া গেছে তা নিয়ে কিছুতেই মনে করতে পারছে না দোকানদাররা।

এই কয়েনটি কে এক ঝলকে দেখলে পাঁচ টাকার কয়েন মনে হবে কিন্তু খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় কয়েনে লেখা দুই অক্ষর টিকে ঘষে ঘষে তুলে দেওয়া হয়েছে।তার জায়গায় খোদাই করে করা হয়েছে পাঁচ।যার ফলে এক ঝলকের দেখাতে দু টাকা না পাঁচ টাকা,মানুষ বুঝতেই পারবে না।ফলে দোকানে গ্রাহক থাকার সময় তাড়াতাড়িতে এই দু’টাকে ৫ টাকা বলে চালিয়ে দিচ্ছে কিছু দুষ্কৃতী মানুষজন।আর যার ফলে পরে সেই টাকার হিসাব করতে গিয়ে দেখে বোকা বনে যাচ্ছে দোকানদাররা।এরকমই ছবি দেখা যাচ্ছে মেদিনীপুর শহরের আনাচে কানাচে। বিশেষ করে ব্যস্তবহুল চা,পান এবং ফাস্টফুডের দোকানে।এরকমই এক ছবি এদিন দেখা গেল।তবে মানুষজন চাইছে এ বিষয়ে খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা দুষ্কৃতি মূলক কাজ করছে তাদের খুঁজে বের করে শাস্তি দিক।

প্রসঙ্গত উল্লেখ্য একসময় ৫০০ টাকার জাল নোট বা দুই হাজার টাকার জাল নোটে অতিষ্ট হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে।বিশেষ করে তেল পাম্প,বড় বড় শপিংমলে অনায়াসে এই ৫০০ টাকার জাল নোট পাওয়া যেত।ভিড়ের মধ্যিখানে দুষ্কৃতীরা সেই জাল নোট দিয়েই পগারপার। তবে এবার দু’টাকার কয়েনে এই পাঁচ টাকার সিলমোহর তাতে অস্বস্তিতে ফেলেছে জেলার মানুষকে।


Share

dnews.in