নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
লোকসভার ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।তবে তার আগেই তৃণমূল ২০২৪ এর লোকসভার নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল কলকাতার ব্রিগেড মঞ্চ থেকে।মেদিনীপুর ঘাটাল ছাড়াও তমলুক ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার ও প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল।নামের মধ্যে উল্লেখযোগ্য,ক্রিকেটার ইউসুফ পাঠান,রচনা ব্যানার্জি ও দেবাংশু ভট্টাচার্য্য। যদি ঐদিন জুন মালিয়ার নাম ঘোষণা হতেই দেওয়াল লেখা শুরু করে দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা।
এই দিন ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছিল তৃণমূল সুপ্রিয়া মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই সভায় উপস্থিত হয়েছিলেন কয়েক লক্ষ মানুষজন।সেই সভায় মমতার বক্তব্য শেষ হওয়ার পরেই গোটা রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে।যার মধ্যে ৩২ নম্বর লোকসভা কেন্দ্র ঘাটাল এবং ৩৪ নম্বর লোকসভা কেন্দ্র মেদিনীপুর।এইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তালিকা অনুযায়ী ঘাটালে তৃতীয়বারের জন্য নাম ঘোষণা করা হলো দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের নাম।যদিও তার প্রতিপক্ষ হিসেবে বিজেপি ইতিমধ্যে হিরন চট্টোপাধ্যায়ের নাম আগেই ঘোষণা করেছে।ফলে ঘাটালের লড়াই হবে দুই অভিনেতার মধ্যে।অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য বহু নাম থাকলেও এবং বহু জল্পনা হলেও শেষ পর্যন্ত মমতা অভিনেত্রী জুন মালিয়ার উপরই ভরসা রাখেন।
তাই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তৃণমূলের জুন মালিয়া। যদিও এই কেন্দ্রে এখনো বিজেপি তার প্রার্থীর নাম ঘোষণা করেনি।তবে বিগত দিনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি সর্বভারতীয় নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলিপ ঘোষ।আর তাতেই জেলায় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন নাম ঘোষণার হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়াল লেখা শুরু করে দেন তারা।
প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর বিধানসভা থেকে ২০২১ সালে বিধায়িকা প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী জুন মালিয়া।যদিও তিনি অল্পদিনের ক্যাম্পেনিং এর মধ্যে মেদিনীপুরের মানুষের সঙ্গে মিশে যান।তার ফলাফলে তিনি বিপুল ভোটে জয়ী হন।যদিও লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী ছিলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।তবুও বিধানসভা তে লিড দিয়ে ছিনিয়ে নেয় এই জুন মালিয়া।এরপর মাঝে কেটে গেছে পঞ্চায়েত নির্বাচন।তাতেও বিপুল পরিমাণ সিট এনেছেন জুন মালিয়া।এরই সঙ্গে কেটে গেছে পৌরসভা নির্বাচন আর তাতেও ২৫ টি ওয়ার্ডের মধ্যে কুড়িটি ওয়ার্ড দখল করে পৌরসভা একচ্ছত্র নিজেদের দখলে রেখেছে জুন মালিয়া।এখন দেখা দরকার এই জুন মালিয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপির কোন প্রার্থী দাঁড়ায়!যদিও কানঘুসো শোনা যাচ্ছে যে,জুন মালিয়ার বিপরীতে যদি এবারেও বিজেপি থেকে দিলীপ ঘোষ দাঁড়ায় তবে জুন মালিয়া ক্ষেত্রে এই মেদিনীপুর লোকসভা জেতা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
খোদ তৃণমূলের বহু নেতা-নেত্রীর মনে করছে এই কেন্দ্রটি দিলীপ ঘোষ বাদে বিজেপি যেন অন্য কোন প্রার্থীকে সিলেক্ট করতে।কেননা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা বাদে বাকি যে ছটি বিধানসভা রয়েছে তার বেশিরভাগটাই বিজেপির দখলে রয়েছে। বিশেষ করে কেশিয়াড়ি,দাঁতন,দুই খড়গপুর এবং এগরা। অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর হলো প্রধান ফ্যাক্টর।গতবারে মাত্র লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছিল দেব।শুধু এই কেশপুরের জন্য।যদিও প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষ টাফ লড়াই দিয়ে প্রায় ছয় লক্ষ ভোট এনে দিয়েছিল বিজেপির ঘরে। এবারে ভারতী কে সরিয়ে তার জায়গায় প্রার্থী করা হয়েছে হিরন চট্টোপাধ্যায় কে।এখন দেখার দুই অভিনেতার মধ্যে কাকে মানুষ বেশি সমর্থন করে।