নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
ঘাটাল এলাকায় রোড শো করতে এসে দাসপুরে ধূপ কারখানায় ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে এক প্রস্থ কথা বললেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।তাদের যেমন তিনি অভাব অভিযোগ শুনলেন তিনি এর সঙ্গে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি মাসে আড়াই হাজার টাকা তিনি একাউন্টে ঢুকেছেন কিনা তাও খোঁজ খবর নেন।
মূলত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে গত মঙ্গলবার ধুপের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে।রাত দুটো নাগাদ আগুন লাগে বৃহৎ এলাকাজুড়ে গড়ে ওঠা ধুপের ফ্যাক্টরি আগুনে ভষ্মিভূত হয়।দাসপুরের বাসিন্দা রাজকুমার দাস নামে এক ব্যাক্তির এই ধূপের ফ্যাক্টরি।এই ধূপের ফ্যাক্টরিতেই প্রতিনিয়ত দেড় থেকে দুই হাজার মানুষ জীবিকা নির্বাহ করে।এসে খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন।যদিও কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।স্থানীয়দের দাবি কোনমতেই দুটো দমকলের ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়,এমনকি দমকল অনেক দেরিতে পৌঁছেছে বলেও জানান তারা।ধুপের ফ্যাক্টরির পুরো এলাকা আগুনে গ্রাস করেছে।এই ঘটনায় দুদিন কেটে গেলেও আতঙ্কিত এলাকার মানুষ জনেরা।সেই ঘটনায় ঘাটালে প্রচারে এসে কর্মহীন ধূপ কর্মীদের ক্ষোভ শুনলেন ঘাটাল সাংসদ।
প্রসঙ্গত এদিন পুনরায় প্রার্থী হওয়ার পর প্রথম রোড শো করতে ঘাটালে এসেছেন অভিনেতা দেব। তার নির্ধারিত কর্মসূচি বিকেল চারটা নাগাদ তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করবেন ঘাটাল দাসপুর সংলগ্ন এলাকায়।সেই রোড শো থেকে যেমন তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তেমনি এবার এই লোকসভা কেন্দ্রের প্রচার শুরু করবেন।এরপর তিনি সন্ধ্যে রাত্রে নাগাদ সাংবাদিকদের সঙ্গে সাংবাদিক বৈঠক করবেন বিভিন্ন বিষয়ে তুলে ধরবেন।এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন দেব।এরপর আগামী ১৬ তারিখ ফের তিনি অভিষেকের সঙ্গে বেলদা নারায়ণগড়ে সভা করতে আসবেন।
উল্লেখ্য ২০১৪ সালে প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেব। সেবারে বড় সাফল্য পায় তৃণমূল।কারণ সিপিআই প্রার্থী কে হারিয়ে দেব ওরফে দীপক অধিকারী বিপুল ভোটে জয়ী হন।এরপর আর ফিরে তাকাতে হয়নি।২০১৯ সালেও দেব এই ঘাটাল থেকেই জয়ী হন কিন্তু তার সঙ্গে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের লড়াইটা হয়েছিল ইঞ্চিতে ইঞ্চিতে।যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচনে দেশের সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে ছিল ভারতী ঘোষ প্রথম থেকেই।যদি মুসলিম সম্প্রদায় অধ্যুষিত কেশপুরে তৃণমূলের লক্ষাধিক ভোটের লিড জিতিয়ে দেয় অভিনেতা দেব কে এবং এই ঘাটাল থেকে প্রায় ছয় লক্ষ ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।এরপর আবার ২০২৪ এর লোকসভা নির্বাচন।যদিও এবারের সমীকরণটা আলাদা।এবারে ঘাটালের সাংসদ দেবের সঙ্গে লড়াই হবে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের।উল্লেখ্য হিরন এর আগে খড়গপুর থেকে বিধায়ক হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন।এরপর তিনি ওয়ার্ডেও দাঁড়িয়েছিলেন সেখান থেকেও জিতেছিলেন। এরপর তিনি দেবের সঙ্গে টক্কর দেবেন।যদি ওই হিরনের পেছনে মূল চালিকা শক্তি রয়েছেই শুভেন্দু অধিকারী।আর এই নির্বাচনে তৃতীয়বারের জন্য লড়াই করতে এসেছেন এইদিন ঘাটালে আসেন এই এই সাংসদ।