নিজস্ব প্রতিনিধি,বেগুন কোদর:
প্রসঙ্গত উল্লেখ্য,এই বেগুনকোদর রেলওয়ে স্টেশন টি ভারতীয় দক্ষিণ পূর্ব রেলওয়ের রাঁচি বিভাগের একটি রেলওয়ে স্টেশন।এই স্টেশনটি পশ্চিম বাংলার পুরুলিয়া জেলার ঝালদা ও বেগুনকোদর শহরের মধ্যে রেল যোগাযোগ পরিচালনা করে।যাত্রী পরিত্যক্ত স্টেশনটি ভুতুড়ে স্টেশন হিসেবে পরিচিতি লাভ করে।লোকে মুখে প্রচারিত এই স্টেশনে বহু বছর আগে একদিন মধ্যরাতে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী।
যদিও পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় তাঁদের মৃতদেহ।শোনা যায় সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু।যদিও ওই ঘটনার পরই রাতারাতি পালিয়ে যান সব রেলকর্মী,বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা।হানাবাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা।তবে এই দিন যাত্রী বা টিকিট পরীক্ষক অথবা রেলওয়ের কোন কর্মচারী না থাকলেও রাজমিস্ত্রি ও হেলপারদের স্টেশনের বাইরে কাজ করতে দেখা গিয়েছে।এরই সঙ্গে স্টেশনে ট্রেন থামতেই যাত্রী ওঠানামা করেছে এই বেগুনকোদরে।