TMC Road Show:NIA এর পর্দা ফাঁস করে দিয়েছি,বেশি লাফালাফি করলে হিরনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করব!রোড শো থেকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

ঘাটালে অভিনেতা দেবকে নিয়ে রোড শো করতে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই দিন তিনি NIA,জিতেন্দ্র তেওয়ারি এবং বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় কে নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন যেভাবে NIA এর পর্দা ফাঁস করেছি সময় এলে হিরনের ও সিসিটিভি ফুটেজ প্রকাশ করব।

ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে ঘাটালে রোড শো তে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এইদিন তিনি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটাল কলেজ মোড় হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রোড শো করেন অভিষেক।এই রোড শোয়ে অভিষেক ছাড়াও রয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব,রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,শিউলি সাহা জেলা সাংগঠনিক সভাপতি আশীষ হুদাইত সহ তৃণমূলের জেলা নেতৃত্বরা। এদিন রোড শো শেষ করে গাড়ি থেকে বক্তব্য রাখা শুরু করেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন দেবের প্রার্থী হওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যারা ভাবছে এজেন্সি লাগিয়ে,তৃণমূল কে ভয় দেখাবে সেই প্রসঙ্গে তিনি বলেন দেব যেদিনই ঘোষণা করল দল আমাকে যেখানে বলবে সেখান থেকেই আমি লড়বো তারপরের দিনই ইডির অফিসে ওকে ডেকে পাঠানো হয়।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী সমর্থকদের কাছে জানতে চান “বাংলার হয়ে লড়া,ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলা দেব কে ইডি সিবিআই ডেকে পাঠানোর বিরুদ্ধে আপনারা লড়বেন কি লড়বেন না!এরপর শুভেন্দু অধিকারী কে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যাচ্ছে তাকে তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার।এরপর কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা NIA নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,”আজকে আমি NIA এর পর্দা ফাঁস করে দিয়েছিতিনি জিতেন্দ্র তেওয়ারির প্রসঙ্গ টেনে বলেন গত 16 ই মার্চ নির্বাচন ঘোষণা হয়।তার দশ দিন পর নিউটাউনের বাড়িতে এন আই এর এসপি ধনরাম সিংয়ের সঙ্গে 52 মিনিট আলোচনা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।তিনি কটাক্ষ করে এও বলেন 26 তারিখ বৈঠকের পরেই 27 তারিখ থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠানো শুরু করেছে NIA।

উনি এও বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন।আমি বলেছি আগে নোটিশ গুলো পাঠান তাড়াতাড়ি।কারণ হিসেবে ব্যাখ্যা করে বলেন নোটিশ পাঠালেই আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব।কারণ সেই ফুটেজ আমাদের হাতে রয়েছে।এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেন বিজেপি যে ভাষায় বোঝে আমরা সেই ভাষায় উত্তর দিতে জানি।এরপর ঘাটালের বিজেপি প্রার্থী হিরন নিয়েও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন 6-8 মাস আগে আমার কাছে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য,আমি দরজা বন্ধ করে দিয়েছি।তারও সিসিটিভি ফুটেজ আমার কাছে রয়েছে। আমি বলব মানুষকে মিথ্যে কথা বলতে নেই।দু একটা মিথ্যা কথা চলে কিন্তু বেশি বললে মানুষ তার জবাব দেবে।এরপর তিনি খড়্গপুরের জেতা বিজেপি বিধায়ককে কটাক্ষের সুরে বলেন খড়্গপুরে 2021 এ জেতার পর কোন উন্নয়নের কাজ করেননি।কেন্দ্রের কাছে উন্নয়নমূলক কাজের দরবার করেননি এই হিরন চট্টোপাধ্যায়।তাই হিরন চট্টোপাধ্যায় কে বলব আগে খড়গপুর সামলাক,তারপর ঘাটালে লড়তে আসবে।


Share

dnews.in