নিজস্ব প্রতিনিধি,ডেবরা:
এন আই এ আক্রান্ত এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে লাগাতার আক্রমণের বিরুদ্ধে এবার কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি ডেবরার সাংবাদিক বৈঠক করে বললেন শীতলকুচির মতো শবদেহ তৈরি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে পোলারাইজেশনের রাজনীতি বলেও অভিহিত করেন তিনি।
গতবার বিধানসভা নির্বাচনে সেন্ট্রাল বাহিনী আক্রান্ত হয়েছিল।এরপর সন্দেশখালিতে গিয়েও আক্রান্ত হয়েছে ইডি সিবিআই এর মত তদন্তকারী সংস্থা।গতকাল পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে ফের আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA আর তা নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল।যদিও এই ঘটনায় শাহজাহানকে যেমন ইডি টার্গেট করেছে বলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছিলেন তেমনি NIA আক্রান্তের ঘটনায়ও তিনি দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারি এজেন্সি কেই।যার ফলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন ঝটিকা সফরে তিনি এক সাংবাদিক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে।সেই বৈঠকে তিনি সংবাদ মাধ্যমের কাছে ভূপতিনগরে NIA আক্রান্তের ঘটনায় বলেন, “সন্দেশখালিতে ইডি সিবিআই আক্রান্ত হয়েছে।গতকাল ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA যেটা স্বাধীনতার পর সরকার প্রথম গঠন করেছিল।
যার কাজই হলো দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রু খুঁজে খুঁজে বার করা এবং দমন করা।এই এনআই এ এর প্রতি লোকসভা,আদালত সংসদ আস্থা রেখেছে বিভিন্ন সময়ে।সেই তদন্তকারি সংস্থার আধিকারিকের গতকাল ভূপতিনগরে যেভাবে আক্রান্ত হয়েছেন এবং সেই আক্রান্তের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আক্রমণ করেছেন।এরই সঙ্গে আজকেও পুরুলিয়াতে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যা অত্যন্ত নিন্দনীয়।মুখ্যমন্ত্রী সম্বন্ধে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত,উত্তেজিত এবং বিভ্রান্ত।তার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন চুরি দুর্নীতি আইনশৃঙ্খলা এবং বেকারত্ব সেই সঙ্গে নারী নির্যাতনে তিনি বুঝেছেন যে 500-1000 টাকা দিয়ে একে আর কমপেনসেট করা যাবে না।নারী শক্তি তিনি নিয়ে বলেন শক্তি-স্বরূপা এই নারীশক্তি সন্দেশখালীর বদলা 19 সে এপ্রিল থেকে 1 লা জুন পর্যন্ত সাত দফাতেই নেবে।
তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বলেন”মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহের সঙ্গে শাহাজানদের সমর্থন করছেন এবং আরো যাতে এই ধরনের ঘটনা ঘটে,তার জন্য বাহবা দিচ্ছেন।তিনি আতঙ্ক প্রকাশ করে বলেন,”এর ফলে কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষাবল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন পাশাপাশি গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মত কিছু শবদেহ যাতে পাওয়া যায় সেটাকে দেখিয়ে চুরি,দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইনশৃঙ্খলার অবনতি বেকারতত্ত্ব এবং পরিযায়ী শ্রমিকদের যন্ত্রনার পাশাপশি সর্বত্র নাহি নাহি রব শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেসান অর্থাৎ তিনি শীতল কুচির মত পোলারাইজেশন রাজনীতি করার চেষ্টা করছেন”।এই নির্বাচনের সঙ্গে সন্দেশখালি যে একটি ইস্যু তাই ভোটারদের এবং রাজনীতি দল গুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।