নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
RD Academy এবং Rhythm Academy of Western Music এর যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরে কেডি কলেজে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট লেভেল অ্যাবাকাস এন্ড মিউজিক কম্পিটিশন।যেখানে মেদিনীপুরে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬৫০ পরীক্ষার্থী যোগদান করেছিল।মোট চারটি বিভাগে কম্পিটিশন হয়েছিল অ্যাবাকাস গিটার কিবোর্ড এবং ভোকাল।
মেদিনীপুর শরৎপল্লীতে অবস্থিত আর ডি একাডেমী এবং রিদিম একাডেমী অফ ওয়েস্টার্ন মিউজিক।যার কর্ণধার হলেন ঋষি রাজ দাস।যিনি বিগত ২০১৮ সাল থেকে ডিস্ট্রিক্ট লেভেল আবাকাস গিটার কিবোর্ড এবং ভোকাল কম্পিটিশন অর্গানাইজড করে চলেছে।এই সেন্টারে প্রতিবছর প্রচুর ছাত্র-ছাত্রী মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করে।এইদিন প্রায় সাড়ে ৬০০ বাচ্চাদের নিয়ে এক কম্পিটিশন আয়োজন করলো এই সংস্থা। মূলত ছোটবেলা থেকে অংকের প্রতি বাচ্চাদের যে দুর্বলতা এবং ভয়-ভীতি থাকে তা দূর করার লক্ষ্যেই এই কম্পিটিশনের আয়োজন।সেই সঙ্গে মিউজিক কম্পিটিশনের মাধ্যমে প্রত্যেককে মিউজিকের প্রতি ভালবাসা এবং আগ্রহ জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এই কম্পিটিশন।এদিন শহরের অন্যতম কলেজ কেডি কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই দিন প্রতিযোগী ছাড়াও মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং বিচারকগণ।এই পরীক্ষার ফলাফল বেরোবে আগামী ৫ ই মে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ১২ ই মে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে।
এদিন সংস্থার কর্ণধার ঋষি রাজ দাস বলেন,”আমরা ২০১৮ সাল থেকে এই কম্পিটিশন করে আসছি যা এই বছর সাত বছরে পড়ল এই কম্পিটিশন।মূলত বাচ্চাদের মধ্যে উৎসাহ,অংকের ভীতি দূর করা এবং মিউজিকের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ধরনের কম্পিটিশনের আয়োজন।আমাদের ইচ্ছে রয়েছে আগামী দিনে আন্তর্জাতিক মানের কম্পিটিশন এর মাধ্যমে বৃহত্তর সমাজে এই প্রতিযোগীদের যুক্ত করা”।