নিজস্ব প্রতিনিধি,মোহনপুর:
মেদিনীপুর লোকসভা ভোটে জুন মালিয়া কে জেতানোর জন্য গ্রামে গ্রামে সভা করলো জেলা তৃণমূল লিগাল সেল।এদিন মোহনপুরের বিভিন্ন জায়গায় তারা রীতিমত টেবিল চেয়ার পেতে মঞ্চ করে সভা করেন।সেই সভার মধ্য দিয়ে তারা তৃণমূল প্রার্থী জুন মালিয়া কে বিপুল ভোটে জেতানোর আবেদন করেন।সেই সঙ্গে বাংলার টাকা আটকে রাখা বিজেপি সরকারের বিরুদ্ধেও তারা বক্তব্য রাখেন।
হাতে মাত্র ৯ দিন এরপরই ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে জঙ্গলমহল জুড়ে।যার মধ্যে রয়েছে মেদিনীপুর লোকসভার ভোট।সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায়।অন্যদিকে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে মোহনপুর ব্লকের আমতলা এবং রামপুরা সহ বিভিন্ন জায়গায় সভা করল জেলা তৃণমূল লিগাল সেল।এদিন মোহনপুরে গ্রামবাসীদের সঙ্গে এক প্রস্থ আলোচনা সেই সঙ্গে সভার মাধ্যমে জুন মালিয়াকে ভোট দিয়ে জেতানোর আবেদন করে আইনজীবীদের সংগঠন তৃণমূল কংগ্রেস লিগাল সেল।এদিন এই সংগঠনের তরফ থেকে উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি মানিক মাইতি,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তপন প্রধান,লিগাল সেলের সভাপতি গৌতম মল্লিক,মিরাজুল ইসলাম।এছাড়াও জেলা সংখ্যালঘু সেল সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে এই লিগাল সেলের জেলা সভাপতি গৌতম মল্লিক বলেন,”গোটা রাজ্যে একাধিক প্রকল্প চালু রেখে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই লোকসভা ভোটে তারই স্নেহধন্য কন্যা জুন মালিয়া কে আপনাদের ভোটে জেতাতে হবে।এছাড়া বাংলা বিরোধী বিজেপি কে ভোট না দিয়ে তাদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে।তিনি এও বলেন এই লোকসভা থেকে জুন মালিয়া কে বিপুল ভোটে জিতিয়ে সংসদে পাঠিয়ে দাবি আদায় করতে হবে জেলার বিভিন্ন কাজ কর্মের।