নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
ফের ভাইরাল কল রেকর্ড!চাকরি পাওয়ার আশায় দেওয়া টাকা ফেরানোর আবেদন প্রতারিতের!এমনই কল রেকর্ড ভাইরাল।এই কল রেকর্ডকে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে CBI তদন্তের দাবি হিরনের।যদিও অডিও সত্যতার কথা অস্বীকার দেবের।এই কল রেকর্ডকে ঘিরে জোর শোরগোল ঘাটাল মহকুমা জুড়ে।
ফের দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ এবার রামপদ মান্না বা অন্য কেউ নয় বরং খোদ দেবের মুখে শোনা গেল টাকা ফেরত দেওয়া এবং বক্তব্য শোনার অডিও যা ঘিরে ফের নতুন করে চাঞ্চল্য ঘাটাল জুড়ে। প্রসঙ্গক্রমে বলা যায় ঘাটালে তৃতীয়বারে জন্য সাংসদ প্রার্থী হিসেবে লড়াই করেছেন দীপক অধিকারী ওরফে দেব আর অন্যদিকে তারই প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।যদিও হিরণ চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার পর থেকেই দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ করেছেন এবং সেই সঙ্গে অভিযোগ করেছেন চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার।সেই ঘটনার মধ্যেই সম্প্রতি দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে আশা কর্মীকে চাকরি পাইয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।সেই ঘটনার খবর চাউর হতেই এবং পুলিশে অভিযোগ হওয়ার পরই পাঁচ দিনের মাথায় টাকা ১ লক্ষ আশি হাজার টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়া হয়।।সেই ঘটনার ২৪ ঘন্টা কাটেনি ফের নতুন করে অভিযোগ টাকা নেওয়ার এবং সেই টাকা ফেরতের দাবিতে অভিযোগ কারীর কল রেকর্ড ভাইরাল।
এই ঘটনায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কল রেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন,সেখানে শোনা যাচ্ছে এক মহিলা দেব ফোন করে অভিযোগ করছেন।তিনি বলছেন “আমার কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই।চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে ৯ লক্ষ টাকা।তবে এখন না হচ্ছে চাকরি আর না ফেরত পাচ্ছে টাকা”।এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে।এই ঘটনায় এক্স হ্যান্ডেলে সেই অডিও শেয়ার করে হিরনের দাবি, চাকরি দুর্নীতি কাণ্ডের এটা একটা বড়সড় চক্র।যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব।এরই সঙ্গে তার সহযোগী হিসেবে রয়েছেন তারই কলকাতার প্রতিনিধি সায়ন্তন এবং ঘাটাল প্রতিনিধি রামপদ মান্না।এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্তর দাবি জানিয়েছেন হিরন।তিনি বলেন,পুরো বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা।যাতে এই চাকরি দুর্নীতি কাণ্ড সিবিআই তদন্ত হয়।
অন্যদিকে এই অডিওর সত্যতা অবশ্য অস্বীকার করেছেন দেব।দেবের দাবি,এমন কোন ফোন তার কাছে আসেনি। তার আরও দাবি অনেক কল রেকর্ডকে এডিট করা হয়েছে।মহিলার ভয়েস লাগানো হয়েছে।সবকিছু নিয়েই একশন নেওয়া হবে।অপরদিকে,আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকা রামপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন।