নিজস্ব প্রতিনিধি,দাসপুর:
ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হয়ে সভা করতে এসে নাম না করে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীদের তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বললেন যাদের স্বাধীনতার সময় কোন ভূমিকা নেই,যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেনি তারা আজকে দেশ গঠনের কথা বলছে।আসলে কয়েকজন চোর জোচ্চোর এই দেশ চালাচ্ছে।এরই পাশাপাশি মোদীর প্রতিশ্রুতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন মোদির প্রতিশ্রুতি ফোর টুয়েন্টি,নো গ্যারান্টি।
প্রসঙ্গত উল্লেখ্য,হাতে মাত্র গোনা কয়েকটা দিন বাকি।এর পরই ১৮ তম লোকসভা ভোটে অংশ নেবে মেদিনীপুর লোকসভা আর ঘাটাল লোকসভা।আর এই ঘাটাল লোকসভাতে হয়ে এবারে লড়াই হচ্ছে জম জমাট। একদিকে রয়েছে ঘাটালের দুবারের জেতা সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।অন্যদিকে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী করেছেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় যিনি খড়গপুর বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন সেই সঙ্গে কাউন্সিলার হয়েও লড়াই করেও জয়ী হয়েছেন।এই দুই প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা জেলা সহ রাজ্যের।এই তৃণমূল প্রার্থী দেবের হয়ে এবার প্রচারে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি দাসপুরের জগন্নাথপুর মাঠে একটি রাজনৈতিক সভায় অংশ নেন।এই সভায় প্রার্থী দীপক অধিকারী সহ উপস্থিত ছিল মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,শিউলি সাহা, হুমায়ুন কবীর অন্যদিকে জেলা সভাপতি আশীষ হুদাইত বিধায়কসহ তৃণমূল নেতাকর্মীরা।সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ফোর টুয়েন্টি বলে কটাক্ষ করেন।
তিনি কটাক্ষ করেন মোদির প্রতিশ্রুতিকে।তিনি বলেন এই স্বাধীনতা সংগ্রামে যাদের বিন্দুমাত্র অংশগ্রহণ ছিল না,যাদের ভূমিকা দেখা যায়নি,তারা আজ দেশ নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন।এরপর মোদির প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন মোদির প্রতিশ্রুতি ফোর টুয়েন্টি,নো গ্যারেন্টি।মোদির দেওয়া ১৫ লক্ষের প্রতিশ্রুতিও তিনি একই মন্তব্য করেন ফোর টুয়েন্টি বলে।এরই পাশাপাশি জল,কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি এই মঞ্চ থেকে।এরই সঙ্গে বক্তব্যের শেষের দিকে তিনি ইন্ডিয়া জোটকে সমর্থন করে মোদিকে হারানোর আহ্বান জানান।