নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
ভোট পর্বে শেষের দিকে জেলায় সভা করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন তিনি খড়্গপুরে মথুরাকাটির আর্য বিদ্যাপীঠ মাঠে সভা করেন।তার সভামঞ্চে ছিল দুই প্রার্থীসহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সহ জেলার বিজেপির কার্যকর্তারা।প্রধানমন্ত্রী স্বভাব সিদ্ধ ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একের পর এক তোপ দেগে গেলেন মঞ্চ থেকে।
মেদিনীপুর লোকসভা ও ঘাটাল লোকসভার ভোট আগামী ২৫শে মে।আর সেই ভোটকে কেন্দ্র করেই এবার প্রচারে প্রথমবার এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন তিনি মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মথুরাকাটির আর্য বিদ্যাপীঠ মাঠে মঞ্চ বেঁধে সভা করেন।যে সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরও ঘাটালের দুই প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল।এরই সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ,জেলা সভাপতি সুদাম পণ্ডিত,জেলা নেতৃত্ব রমা প্রসাদ গিরি ,শঙ্কর গুছাইত,অরূপ দাস শুভজিৎ রায়,পারিজাত সেনগুপ্ত সহ একগুচ্ছ কার্যকর্তারা।এদিন প্রধানমন্ত্রী প্রথমে এসেই সবাইকে নমস্কার করে প্রণাম জানান।এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজ স্বভাব সিদ্ধ ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে।এরই সঙ্গে তিনি এক প্রস্থ বিঁধলেন ইন্ডিয়া জোটকে।
তিনি বললেন তৃণমূলের বিধায়ক যেখানে হিন্দুদের মেরে ভাগীরথী নদীতে ফেলার হুমকি দিচ্ছে সেখানে মমতা চুপ অথচ ভারত সেবাশ্রম সংঘ যেখানে এর প্রতিবাদ করছে তখন তিনি সরব হয়েছেন।এর দ্বারা তিনি বোঝাতে চান তৃণমূল মানে তুষ্টিকরণ দুর্নীতি এবং বহিরাগতদের ঠাঁয় দেওয়া একটা পার্টি। এরপর ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন এই পশ্চিম বাংলায় একে ওপর কে গালি দেয় আর দিল্লিতে গিয়ে এক দুজনের পার্টনার হয় এই তৃণমূল।