Dev Comments:এই প্রথম অশান্তির পরিবর্তে শান্তিপূর্ণ ভোট হয়েছে ঘাটাল লোকসভায়!মন্ত্রীর অফিসে বসেই মন্তব্য দেবের

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

কেশপুরে দফায় দফায় বাধার মুখে পড়তে হয়েছে হিরন কে।বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা হিরনকে আটকেছে,বকেয়া ১০০ দিনের টাকা চেয়েছে,গো ব্যাক স্লোগান দিয়েছেন।কখনো আগুন জ্বালিয়ে, কখনো রাস্তা অবরোধ করে। তবে এই ঘাটাল লোকসভার ভোট শান্তিপূর্ণ বলে দাবি অভিনেতা দেবের। তিনি এও বললেন হিরন চেয়েছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের স্টাইলে ভোট করানো।কিন্তু তা তিনি পেরে উঠেন নি।

বিক্ষিপ্ত অশান্তি,কেশপুরে একের পর এক জায়গায় হিরণকে ঘিরে বিক্ষোভ তারপরও শান্তিপূর্ণ ভোটের দাবি ঘাটালে প্রাক্তন সাংসদ তথা অভিনেতা দেবের।প্রসঙ্গত এই দিন ছিল ষষ্ঠ দফার ভোট নির্বাচন।যে ক্ষেত্রে ঘাটাল লোকসভার ভোট ছিল এই দিন।তবে ঘাটাল লোকসভা মানেই শিরোনামে থাকে সেই কেশপুর বিধানসভা।যার প্রথম থেকে শেষ অব্দি চলে হিংসা সন্ত্রাস এবং অশান্তির প্রেক্ষাপট।এই দিনও কমবেশি কয়েক জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে।আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় কে অর্ধেক রাস্তা থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।এরই সঙ্গে হিরনের বিরুদ্ধে গো ব্যাক শ্লোগান সঙ্গে চোর চোর স্লোগান।তবে সর্বশেষে প্রায় 78% ভোট পড়েছে ঘাটাল লোকসভায়।আর এই ভোটে সন্তুষ্টি প্রকাশ করল ঘাটালের প্রাক্তন সাংসদ অভিনেতা দেব।তিনি এই দিন ভোট পর্বের শেষের দিকে ছুটে আসেন কেশপুরে।এলাকার বিধায়িকা মন্ত্রী শিউলি সাহার অফিস বসেই তিনি সাংবাদিক বৈঠক করেন।

ঐদিন দেব বলেন এই প্রথম ঘাটালের শান্তিপূর্ণ ভোট হলো।যেটা আমি প্রথম থেকে চেয়েছিলাম আমি চাইলে অশান্তি করতে পারতাম কিন্তু আমি চাইনি আমি চেয়েছি রক্তপাতহীন শান্তিপূর্ণ ভোটের।এদিন দেব এও বলেন হিরন অনেক ভাবে চেষ্টা করছিল কেশপুরে অশান্তি বাঁধানোর কিন্তু মানুষ তার কথায় সায় দেয়নি।দেব বলেন হিরন ভেবেছিল দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর স্টাইল মেরে তিনি অশান্তি সৃষ্টি করে জিতে যাবেন তা সম্ভব হয়নি।যার ডক্টর উপাধি ভুয়ো তিনি বহু অভিযোগই করবেন।


Share

dnews.in