Against FIR:আক্রান্ত প্রনত টুডুর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা তৃণমূলের!ক্ষুব্ধ বিজেপি প্রার্থী

Share

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:

ভোটের দিন শেষ পর্বে উত্তপ্ত হয়ে উঠেছিল গড়বেতা।ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত এই গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডু ভোট দিতে না পারা ভোটারদের সঙ্গে নিয়ে ভোট দিতে যাবার মুখে নিজে আক্রান্ত হন তৃণমূলের দ্বারা।এরই সঙ্গে তার দেহরক্ষী আক্রান্ত হন।সেই ঘটনায় উল্টে বিজেপি প্রার্থীর নামে জামিন অযোগ্য ধারায় মামলা হলো গড়বেতাতে।যে ঘটনায় চাঞ্চল্য জেলা শহর জুড়ে।

মামলা হলো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

এ যেন উলট পুরান!নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটের দিনে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলায় রুজু করল গড়বেতা থানার পুলিশ।প্রসঙ্গত উল্লেখ্য গত ২৫ শে মে ভোটের দিন শেষ পর্বে গড়বেতার মংলা পোতায় একটি বুথে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী।বিজেপি প্রার্থী কে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার দেহরক্ষীও বিজেপির কয়েকজন কার্যকর্তা।সেই জনতার ছোঁড়া ইট ও পাথরের আঘাতে রক্তাক্ত হন তারা।এই ঘটনায় ভাঙচুর করা হয় তাদের গাড়িও।পরে প্রণত টুডু গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।থানায় অভিযোগ করেন তার এক দেহ রক্ষীও।সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে মামলার রুজু করে পুলিশ।সেই পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।অন্যদিকে সেদিনই বিকেলে গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মংলাপোতা গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী মানিক পাঠান।তার অভিযোগ, “আমার দিদি সবিলা ভূঁইয়া ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।

তখন প্রার্থীর সঙ্গে থাকা জওয়ানরা দিদিকে নানা রকম কটুক্তিও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।দিদি প্রতিবাদ করলে সেই সময় দেহরক্ষী সহ প্রার্থী প্রণত টুডু ও দুজন বিজেপি নেতা অতর্কিতে দিদির উপর চড়াও হয় আমার দিদির মাথায় লাঠি দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করেন।এরপর আক্রান্ত দিদিকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে হয়।সূত্র অনুযায়ী জানা যায় এই মানিক পাঠানের অভিযোগের ভিত্তিতেই গড়বেতা পুলিশ বিজেপি প্রার্থী প্রণত টুডু সহ কয়েক জন বিজেপি নেতার বিরুদ্ধে FIR করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।তাদের অভিযোগে যে যে ধারা গুলো দেওয়া হয়েছে সেগুলি হলো বিজেপি খুনের চেষ্টা( ৩০৭ )মারধর (৩২৬) শ্লীলতাহানি (৩৫৪) সহ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে।তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

যদিও এই ঘটনায় ফোন মারফত বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন,”যারা আমাদের গাড়ি ভাঙচুর করল,মিডিয়ার গাড়ি ভাঙচুর করল আমাকে মারা হলো আমার দেহরক্ষী আক্রান্ত হলো তার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।উল্টে এখন শুনেছি আমার নামেই নাকি জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে,এটা কোন ধরনের প্রশাসন।পাশাপাশি তিনি ও বলেন আমরা ওখানে কোন গন্ডগোল করতে যাইনি।এলাকায় মানুষ ভোট দিতে পারছিল না তাই আমরা খবর পেয়েই সেখানে হাজির হয়েছিলাম।আমরা এ নিয়ে কমিশনে রিপোলিং এর দাবি করেছি।বিশেষ করে ওই সমস্যার জর্জরিত বুথের ক্ষেত্রে আমরা রিপোলিং এর দাবি করেছি কমিশনে।

যদিও এ বিষয়ে তৃণমূল পাল্টা তোপ দেগেছে বিজেপির বিরুদ্ধে।পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন,”যখন চারিদিকে শান্তিতে ভোট হচ্ছিল তখন গড়বেতায় বিজেপি প্রার্থী এসে উত্তেজনা তৈরি করেছে সংখ্যালঘুদের মধ্যে।এরই সঙ্গে তিনি নাটক করে এলাকায় গন্ডগোলের সৃষ্টি করেছে পরিশেষে তিনি তৃণমূল মহিলা কর্মীদের আক্রমণ করেছেন তাদের গালিগালাজ করেছেন এই ঘটনার জেরে আমরা থানায় অভিযোগ করেছি।তবে নির্বাচন কমিশন এক্ষেত্রে যথার্থ ব্যবস্থা নিচ্ছে বা নেবে বলে আমার মনে হয়।


Share

dnews.in