মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি ঘোষণা করেছিলেন এবারে যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন এই ঘাটাল লোকসভা জুড়ে।সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন দেব।এদিন জেতার পরই তিনি গাছ লাগানোর কাজ শুরু করলেন এবং অর্ডার দিলেন ১০ টি নার্সারিতে।তবে তিনি গাছ লাগাবেন মোট ৮৪,১,১৯৫ গুলি।
তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হলেন দীপক অধিকারী ও রূপে অভিনেতা দেব।তবে এবারে জেতার আগে দেব ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারে তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করবেন শুধু তাই নয় যত লক্ষ ভোট তিনি পাবেন,ততলক্ষ গাছ তিনি ঘাটাল লোকসভা জুড়ে লাগাবেন।সেই মতো অর্ডার দেওয়া হলো নার্সারিতে যদিও এ বিষয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর আপ্ত সহায়ক রামপদ মান্নার দেওয়া তথ্য অনুযায়ী দেব ২০২৪ সালের নির্বাচনে ভোট পেয়েছে ৮৪১১৯৫টি। বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে মোট ১৮৩৩৭ ভোটের।যদিও এই এই ভোটের মার্জিন ঘাটাল লোকসভা কেন্দ্র পাঁশকুড়া বিধানসভা বাদ বাকি ৬টি বিধানসভাতেই রয়েছে।পাশাপাশি পোস্টাল ব্যালটে ৪০৮টি ভোট বেশি পেয়েছে বিজেপি প্রার্থী হিরণের থেকে।বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এর এই ভোটে প্রাপ্ত ভোট ৬৫৭৮৫৮।তবে সব থেকে বেশি ভোটের ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায়।সেখান থেকে ১০৩৩৫৮ ভোটে হিরনের থেকে এগিয়ে দেব।তবে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার সবং এলাকায় ৩২৬৮৩ ভোটে এগিয়ে রয়েছে দেব।
পাশাপাশি পিংলায় বিধায়ক অজিত মাইতির এলাকায় ১৯৯১৩ ভোটের মার্জিন।পাশাপাশি প্রাক্তন মন্ত্রী তথা ডেবরা বিধায়ক হুমায়ূন কবিরের এলাকায় ৫৮২৭ ভোটের মার্জিন।তাই দেব কেশপুর থেকে আগামী ৯ই জুন গাছ লাগানো শুরু করবেন। এই প্রোগ্রাম চলবে প্রায় ২১ তারিখ পর্যন্ত।তিনি প্রতিটি বিধানসভাতেই গাছ লাগাবেন।সেই মতো দশটি নার্সারিতে দু লক্ষ করে গাছের অর্ডার দেওয়া হয়েছে।তবে গাছের মধ্যে রয়েছে আকাশবনি, শাল,সেগুন,শিশু,আম,কাঁঠাল,জাম ইত্যাদি।
এ বিষয়ে রাম পদ মান্না বলেন,”দেব যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোনয়নপত্র জমার আগে যে তিনি এবারে যত ভোট পাবেন ততগুলি চারাগাছ লাগিয়ে এই বিশ্ব পরিবেশকে সুন্দর সতেজ করবেন।সেই প্রতিশ্রুতি মতোই গাছের চারা গাছের বরাত দেওয়া হয়েছে দশটি নার্সারিতে।প্রত্যেক নার্সারিকে দু লক্ষ করে গাছের বরাত দেওয়া হয়েছে।এই চারা গাছ রোপন শুরু হবে কেশপুর থেকে।বাকি সাতটি বিধানসভাতে ও রোপণ করা হবে। আগামী ৯ই জুন থেকে এই কর্মসূচির নেওয়া হচ্ছে।
Dev Comments:দেবের প্রতিশ্রুতি রক্ষা!জেতার পরই চারাগাছ অর্ডার দিলেন 10 নার্সারিতে
নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি ঘোষণা করেছিলেন এবারে যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন এই ঘাটাল লোকসভা জুড়ে।সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন দেব।এদিন জেতার পরই তিনি গাছ লাগানোর কাজ শুরু করলেন এবং অর্ডার দিলেন ১০ টি নার্সারিতে।তবে তিনি গাছ লাগাবেন মোট ৮৪,১,১৯৫ গুলি।
তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হলেন দীপক অধিকারী ও রূপে অভিনেতা দেব।তবে এবারে জেতার আগে দেব ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারে তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করবেন শুধু তাই নয় যত লক্ষ ভোট তিনি পাবেন,ততলক্ষ গাছ তিনি ঘাটাল লোকসভা জুড়ে লাগাবেন।সেই মতো অর্ডার দেওয়া হলো নার্সারিতে যদিও এ বিষয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর আপ্ত সহায়ক রামপদ মান্নার দেওয়া তথ্য অনুযায়ী দেব ২০২৪ সালের নির্বাচনে ভোট পেয়েছে ৮৪১১৯৫টি। বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে মোট ১৮৩৩৭ ভোটের।যদিও এই এই ভোটের মার্জিন ঘাটাল লোকসভা কেন্দ্র পাঁশকুড়া বিধানসভা বাদ বাকি ৬টি বিধানসভাতেই রয়েছে।পাশাপাশি পোস্টাল ব্যালটে ৪০৮টি ভোট বেশি পেয়েছে বিজেপি প্রার্থী হিরণের থেকে।বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এর এই ভোটে প্রাপ্ত ভোট ৬৫৭৮৫৮।তবে সব থেকে বেশি ভোটের ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায়।সেখান থেকে ১০৩৩৫৮ ভোটে হিরনের থেকে এগিয়ে দেব।তবে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার সবং এলাকায় ৩২৬৮৩ ভোটে এগিয়ে রয়েছে দেব।
পাশাপাশি পিংলায় বিধায়ক অজিত মাইতির এলাকায় ১৯৯১৩ ভোটের মার্জিন।পাশাপাশি প্রাক্তন মন্ত্রী তথা ডেবরা বিধায়ক হুমায়ূন কবিরের এলাকায় ৫৮২৭ ভোটের মার্জিন।তাই দেব কেশপুর থেকে আগামী ৯ই জুন গাছ লাগানো শুরু করবেন। এই প্রোগ্রাম চলবে প্রায় ২১ তারিখ পর্যন্ত।তিনি প্রতিটি বিধানসভাতেই গাছ লাগাবেন।সেই মতো দশটি নার্সারিতে দু লক্ষ করে গাছের অর্ডার দেওয়া হয়েছে।তবে গাছের মধ্যে রয়েছে আকাশবনি, শাল,সেগুন,শিশু,আম,কাঁঠাল,জাম ইত্যাদি।
এ বিষয়ে রাম পদ মান্না বলেন,”দেব যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোনয়নপত্র জমার আগে যে তিনি এবারে যত ভোট পাবেন ততগুলি চারাগাছ লাগিয়ে এই বিশ্ব পরিবেশকে সুন্দর সতেজ করবেন।সেই প্রতিশ্রুতি মতোই গাছের চারা গাছের বরাত দেওয়া হয়েছে দশটি নার্সারিতে।প্রত্যেক নার্সারিকে দু লক্ষ করে গাছের বরাত দেওয়া হয়েছে।এই চারা গাছ রোপন শুরু হবে কেশপুর থেকে।বাকি সাতটি বিধানসভাতে ও রোপণ করা হবে। আগামী ৯ই জুন থেকে এই কর্মসূচির নেওয়া হচ্ছে।