নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে রথযাত্রা তবে তার আগে নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্ঘণ্ট মেনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কাঁসাই নদী থেকে জল এনে স্নান যাত্রা অনুষ্ঠিত হলো জগন্নাথ দেব জিউর।স্নান যাত্রা সম্পূর্ণ হলো বোন সুভদ্রা ও ভাই বলরামের।এই রথযাত্রার আগামী সাত দিন সাত অবতারে মাসির বাড়িতে অবতীর্ণ হবেন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা।
প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুর শহরে জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব জিউর রথযাত্রা ১৪৩১।এদিন এই রথ যাত্রার আগে স্নানযাত্রা অনুষ্ঠিত হলো উৎসাহ উদ্দীপনার সঙ্গে।প্রথমে দুপুরবেলা কলসিতে করে জল আনতে যান এখানের সেবায়েতরা।তারা কলসি করে মাথায় জল নিয়ে আসেন রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ প্রভুকে স্নান করানো হয়।একে একে জগন্নাথ দেব,বোন সুভদ্রা এবং বলরামকে স্নান করানো হয় এই জগন্নাথ কমিটির সদস্য ও সেবায়তরা।যা ঘিরে উৎসব মুখর হয়ে পড়ে এই মন্দির চত্বরে এলাকা।মূলত আগামী ৭ ই জুলাই শুরু হবে রথযাত্রা।এই রথযাত্রা আজ শুরু হবে জগন্নাথ মন্দির থেকে।এরপর স্কুল বাজার ,বটতলাচক কেরানিতলা ক্ষুদিরাম স্ট্যাচু,ওল্ড এলআইসি মোড়, রাজাবাজার গোল কুয়া চক, ছোটবাজার,স্কুলবাজার হয়ে নতুন বাজারে মাসির বাড়িতে পৌঁছাবে জগন্নাথ দেব।এরপর ৮ই জুলাই থাকবে প্রভুর বিশ্রাম।এরপর ৯ ই জুলাই মঙ্গলবার থেকে শুরু হবে প্রভুর বেশ ধারন।
নতুন বাজার মাসি বাড়িতে একে একে প্রভু নারায়ণ বেশ,রাখাল রাজা বেশ,রাজ বেশ,বামন অবতার বেশ,রামরাজা বেশ অবশেষে ১৪ তারিখ রবিবার কল্কি অবতার বেশ ধারণ করে শেষ করবেন তার বেশ অনুষ্ঠান।এরপর ১৫ জুলাই সোমবার বিকেল পাঁচটার সময় মাসি বাড়ি থেকে পুনরায় বিপরীত দিকে যাত্রা শুরু হবে প্রভু জগন্নাথ দেব।মূলত প্রভুর এই রথযাত্রায় প্রথম বারে এলআইসি মোড়ে দ্বিতীয় বারে পঞ্চুরচকে সন্ধ্যা আরতি হবে।মূলত জগন্নাথ মন্দির সংস্কার কমিটি কর্তৃপক্ষ থেকে জেলা সহ রাজ্যের মানুষকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।