Priya Gopal Bishoyi: “প্রিয় গোপাল বিষয়ী” যখন হাতের কাছে!মেদিনীপুরে পথ চলা শুরু নবম শোরুমের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ঘটা করে মেদিনীপুর শহরে উদ্বোধন হলো প্রিয় গোপাল বিষয়ীর নবম শোরুম। এদিন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের হাত ধরে এই শোরুমের উদ্বোধন ঘটে।মূলত প্রিয় গোপাল বিষয়ীর শাড়ি সম্ভার সংগ্রহ করতে মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়ার গ্রাহকরা দৌড়ে যেতেন কলকাতায়।এবার তারা সরাসরি পাবেন মেদিনীপুর থেকে। সব রকম শাড়ির সম্ভার নিয়ে হাজির হয়েছে প্রিয় গোপাল বিষয়ী।

বড়বাজারে শোরুম1

এবার হাতের কাছে “প্রিয় গোপাল বিষয়ী”তাও আবার বড় বাজারে।নবম শোরুম উদ্বোধন হয়ে গেল ঘটা করে এই দিন।এদিন মেদিনীপুর শহরের বড় বাজারে পথচলা শুরু হলো শাড়ির শোরুম এর অন্যতম ভান্ডার প্রিয় গোপাল বিষয়ীর বিশ্বস্ত শোরুম।মূলত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের হাত ধরে এই উদ্বোধন ঘটে।এরপর সারাদিনব্যাপী ছিল গ্রাহকদের জমজমাট ভিড় এই শোরুমে।মূলত কলকাতার বিভিন্ন জায়গার পর তমলুকে শোরুম খুলেছিল প্রিয় গোপাল বিষয়ী।কিন্তু কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের গ্রাহকদের একটা চাওয়া পাওয়া ছিল এই শাড়ির প্রতি।কারণ কয়েক ঘণ্টার ট্রেন জার্নি সেই সঙ্গে গাড়ি-ঘোড়া সওয়ারি করে গ্রাহকরা দৌড়ে যেত প্রিয় গোপাল বিষয়ীর কাছে তাদের পছন্দের শাড়ি কিনতে।দামেও যেমন কম তেমনি আভিজাত্যপূর্ণ চকমকে এবং নতুনত্ব শাড়ির অন্যতম শোরুমই হল এই প্রিয় গোপাল বিষয়ী।কিন্তু এই যাতায়াতের সমস্যার জন্য অনেকেই এড়িয়ে যেতেন।এবার আর তা হবে না এবার হাতের মুঠোয় চলে এল ‘প্রিয় গোপাল বিষয়ী’হাতের নাগালে।

এই দিন বড়বাজারে ঘটা করে উদ্বোধন হলো শোরুমের।যে শোরুম থেকে মূলত পাওয়া যাবে কনেদের জন্য বেনারসি বালুচুরি,স্বর্ণচুরি,কাঞ্জিভরম সহ মহিলাদের প্রথম পছন্দের শাড়ি এখানে পাবেন।এছাড়া ঢাকায় জামদানি,বাংলাদেশী ঢাকাই জামদানি,কাঁথা স্ট্রিচ,মুর্শিদাবাদের পিওর সিল্ক সহ তাঁতের বিপুল শাড়ির সম্ভা রয়েছে।এর সঙ্গে শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তি,লেহেঙ্গা পাওয়া যাবে অত্যন্ত কম দামে এবং গ্যারান্টি যুক্ত।এদিন উদ্বোধন হতেই ভিড় জমালো মেদিনীপুর সহ জেলার বিভিন্ন ভিন্ন প্রান্তের মানুষজন।

যদিও এই নিয়ে উৎসাহী গ্রাহকরা বলেন,”এতদিন এই প্রিয় গোপাল বিষয়ের শাড়ির জন্য দৌড়াতে হতো কলকাতা তে।যেতে গিয়ে অনেক ঝুঁকি পোয়াতে হত কিন্তু এখন হাতের নাগালে পেয়ে গেলাম,তাই এই কেনাকাটা করতে চলে এসেছি।

অন্যদিকে প্রিয় গোপাল বিষয়ীর ডিরেক্টর সৌমজিৎ লাহা বলেন এটা আমাদের নবম শোরুম আগামী দিনে আরও এই ধরনের শোরুম খোলা হবে মেদিনীপুর সহ ভিন্ন ভিন্ন জায়গায়। কলকাতার প্রিয় গোপাল বিষয়ী শোরুমের যে জিনিসপত্র এখানে একই জিনিসপত্র পাবেন গ্রাহকরা। অন্যদিকে আরেক সদস্য সুরভি লাহা বলেন,”মানুষের জন্যই আমরা এসেছি এই মেদিনীপুর শহরে।বাঁকুড়া পুরুলিয়া সহ মেদিনীপুরের বহু মানুষ দৌড়ে যেতেন কলকাতায়।তাদের হাতের নাগালের মধ্যে প্রিয় গোপাল বিষয়ীর শাড়ির সম্ভার তুলে দিতে আমাদের এই উদ্যোগ।তবে পুরুলিয়া বা বাঁকুড়া থেকে কিভাবে এই শোরুমে আসবেন এবং গাড়ি কোথায় রাখবেন সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়েছেন এই শোরুমের অন্যতম পার্টনার শিলাদিত্য কালী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in