নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম’-এর বিংশতি বর্ষ উদ্যাপন।ফোরামের পক্ষ থেকে প্রথমে বিবেক চেতনা পদযাত্রা এরপর ২১ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াকে অর্থ সাহায্য।এরপর শ্যাম সংঘ হলে বিশেষ অনুষ্ঠান এই ফোরামের।
সামাজিক সংগঠন ‘মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম’-এর বিংশতি বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ‘বিবেক চেতনা পদযাত্রা’ অনুষ্ঠিত হল বুধবার।এই বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহরের ষ্টেশন রোডে অবস্থিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি থেকে শুরু হয়,কেরানীতলা ও বটতলার পথ পরিক্রমা করে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে শেষ হয়।এই পদযাত্রায় অংশগ্রহণ করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রার্থনা নন্দজী মহারাজ,ভারত সেবাশ্রম সংঘ মেদিনীপুর শাখার অধ্যক্ষ স্বামী মিলনানন্দজী মহারাজ ও মেদিনীপুর শহরের বহু বিশিষ্ট ব্যক্তিগণ।পদযাত্রার শেষে শ্যামসংঘের প্রেক্ষাগৃহে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রী ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী ২১ জনকে অর্থ সাহায্য করে ফোরাম।দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ,উদ্যোগপতি মদন মোহন মাইতি,লেখক ও গবেষক ড. মধুপ দে, মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা,মেদিনীপুর টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন।
উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি সত্যব্রত রায়,সম্পাদক শ্রী নিত্যানন্দ পন্ডা সহ ফোরামের অন্যান্য সদস্যরা।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি অশোক চক্রবর্তী।