Health Camp:খড়গপুর গরিব নাওয়াজ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের স্বাস্থ্য শিবির!শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বর্ষাকালে জ্বর জ্বালা সর্দি-কাশির সঙ্গে বড় রোগ জ্বালা লেগেই থাকে সকল মানুষের।তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন সেইসঙ্গে রোগ নির্ণয় এবং তা সমাধানের জন্য এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো খড়গপুর গরিব নাওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।এইদিন দেবলপুর প্রাইমারি স্কুলে কয়েক শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেই সঙ্গে মেডিসিন এবং যাবতীয় ওষুধপত্র তুলে দেওয়া হলো সাধারণ মানুষের হাতে।

দুস্থ মানুষের পাশে এবার এগিয়ে এলো খড়গপুর গরিব নাওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং গ্লোকাল নার্সিংহোম।এদিন এক স্বাস্থ্য শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা হল শতাধিক মানুষের।মূলত এলাকার মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং সেই সঙ্গে স্বাস্থ্যের দেখ ভালের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রয়োজনে আয়োজন করা হয়েছিল এই শিবির।এদিন দেবলপুর প্রাইমারি স্কুলে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এই ফাউন্ডেশন এর উদ্যোক্তারা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেদিনীপুর গ্লোকাল নার্সিংহোম।অনুষ্ঠানের পরিচালনা করেন শেখ মুস্তাক আলী ও গ্লোকাল নার্সিং হোমের মার্কেটিং ম্যানেজার তুষার কান্তি তালুকদার।

মার্কেটিং ম্যানেজার তুষার কান্তি তালুকদার বলেন,”মূলত গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন সেইসঙ্গে রোগ নিরাময়ে এই স্বাস্থ্য শিবির আমাদের।যেখানে বহু মানুষ এসেছিল যাদের চিকিৎসা করা হয়েছে।অন্যদিকে খড়গপুর গরিব নাওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার শেখ মুস্তাক আলী বলেন,”আমাদের ফাউন্ডেশন এর উদ্দেশ্যই হল গরিব মানুষের সাহায্য করা।আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করে থাকি।আমরা চাই দুস্থ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in