নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বাঙালি জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল খোঁজ দিলেন ৩৪ টি নতুন দৈত্যাকার রেডিও গ্যালাক্সির (Giant Radio Sources (GRSs)। মহাবিশ্বের বিরল এবং বৃহত্তম বস্তু গুলোর মধ্যে একটি হলো এই দৈত্যাকার রেডিও গ্যালাক্সি বা GRS। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মতো স্পাইরাল গ্যালাক্সিগুলো থেকে এই রেডিও গ্যালাক্সি গুলো অনেকটাই আলাদা।সাধারণত,রেডিও গ্যালাক্সি বেতার তরঙ্গে (radio wave) সবচেয়ে বেশি উজ্জ্বল এবং দৃশ্যমান।সুপ্রাচীন এই রেডিও গ্যালাক্সিগুলো প্রায়শই সাধারণ গ্যালাক্সি এর তুলনায় বহুগুন বড় হয়। এই অপটিক্যাল টেলিস্কোপ এর সাহায্যে এই রেডিও গ্যালাক্সি গুলোর আকার সমন্ধে কোনো ধারণা পাওয়া যায়না,নিতে হয় বেতার তরঙ্গের সাহায্য।
এই বেতার তরঙ্গে মহাকাশ পর্যবেক্ষণ করার জন্য ভারতের পুনে শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে খোদাদ গ্রামের কাছে অবস্থিত ৩০ টি বিশেষ রেডিও টেলিস্কোপ ব্যবহার করা হয়।যার প্রত্যেকটি টেলিস্কোপ এর ব্যাস ৪৫ মিটার।জ্যোতির্বিজ্ঞানীদের কাছে জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ (GMRT)নামে পরিচিত এই রেডিও টেলিস্কোপ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR)-এর অধীন ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স (NCRA) দ্বারা নির্মিত এবং পরিচালিত হচ্ছে।মূলত ২০১০ থেকে ২০১২ পর্যন্ত GMRT ব্যবহার করে ১৫০ মেগাহার্টজ বেতার তরঙ্গে প্রায় ৯০% আকাশের রেডিও স্কাই ম্যাপ করা হয়েছিল যা TIFR GMRT স্কাই সার্ভে (TGSS) নামে পরিচিত।
এই নিয়ে মেদিনীপুর সিটি কলেজ (MCC,Midnapur) এর পিওর এন্ড অ্যাপ্লায়েড সায়েন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপক সব্যসাচী পালের নেতৃত্বে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের এই দলটি TGSS রেডিও স্কাই ম্যাপ ব্যবহার করে ৩৪ টি নতুন দৈত্যাকার রেডিও গ্যালাক্সি আবিষ্কারের কথা জানিয়েছেন।এই গবেষণার সঙ্গে যুক্ত আছেন দুজন পিএইচডি ছাত্র,সৌভিক মানিক (MCC, Midnapur) ও নিতাই ভুক্তা (SKBU, Purulia) এবং আছেন পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক সুশান্ত কুমার মন্ডল।পাশাপাশি সব্যসাচীবাবু জানান যে মহাবিশ্বের এই দানবাকার রেডিও গ্যালাক্সিগুলো কয়েক লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত।যা পরপর ২০-২৫ টি মিল্কিওয়েকে সারিবদ্ধ করার সমতুল্য।তাদের সুবিশাল আকার জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখনো ধাঁধাঁ।GRS গুলির কেন্দ্রস্থলে রয়েছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার ভর সাধারণত সূর্যের দশ মিলিয়ন থেকে এক বিলিয়ন গুণ।রেডিও গ্যালাক্সির সেন্ট্রাল ইঞ্জিন হিসাবে কাজ করা এই ব্ল্যাক হোলটি পার্শ্ববর্তী পদার্থকে সজোরে টেনে নেয়, যা আয়নিত করে দেয় এবং একটি শক্তিশালী ইলেক্ট্রোম্যাগনেটিক বল তৈরি করে।
এই বল আবার পদার্থগুলোকে ব্ল্যাক হোলের ঘূর্ণণ অক্ষ বরাবর প্রচন্ড দ্রুত গতিতে বাইরের দিকে ঠেলে দেয়।হট চুম্বকীয় প্লাজমার এই জেট গ্যালাক্সির দৃশ্যমান আকার ছাড়িয়ে গ্যালাক্সির দুই প্রান্তে বহু লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়।ইন্টার গ্যালাক্টিক মিডিয়াম এর যেখানে গিয়ে এই জেট ধাক্কা খায় সেখানে একটি বিশাল রেডিও নির্গমন লোব তৈরী হয়। গবেষকরা জানান যে এই ধরনের GRS সনাক্ত করা চ্যালেঞ্জিং কারণ দুটি লোবের সংযোগকারী সেতুটি প্রায়শই দৃশ্যমান হয় না। কম রেডিও ফ্রিকোয়েন্সি তে GMRT র হাই সেনসিটিভিটির জন্যে এগুলো দেখতে পাওয়া সম্ভব হয়েছে।
এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে GRS গুলি তাদের বিশাল আকারের কারণে রেডিও গ্যালাক্সি বিবর্তনের চূড়ান্ত পর্যায়ের প্রতিনিধিত্ব করে।গবেষকরা বলেছেন যে ব্যতিক্রমী ভাবে বড় আকারের GRS -এর ক্ষেত্রে ইন্টারগ্যালাক্টিক মিডিয়াম এর পরিবেশ একাই প্রধান ভূমিকা পালন করে না।যেমন তাদের খোঁজ দেওয়া দুটি রেডিও গ্যালাক্সি (J0843+0513 ও J1138+4540)সাধারণ বোঝা পড়াকে চ্যালেঞ্জ করে বেশি ঘনত্বের পরিবেশেও দৈত্যাকার ধারণ করেছে।এই আবিষ্কারটি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (AAS) অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাপ্লিমেন্ট সিরিজে(ApJS) প্রকাশিত হয়েছে।রেডিও গ্যালাক্সির বিবর্তন, গ্যালাক্টিক ডাইনামিক্স এবং ইন্টারগ্যালাক্টিক মিডিয়াম সমন্ধে সম্যক ধারণা পাওয়ার জন্যে এই ধরণের গবেষণা আদর্শ।