এখনকার প্রজন্ম জানে না পোস্টাল এড্রেস,রিসিভার ফোন কি?তাদের মনে করাতে থিম The ADDRESS

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

একসময় রমরমা ছিল পোস্টাল বক্স চিঠি সহ রিসিভার ফোনের।এখন অ্যান্ড্রয়েড মোবাইলের পাশাপাশি দৈনন্দিন নানা ধরনের হোয়াটসঅ্যাপ,ফেসবুক,টুইটার, ইনস্টাগ্রাম,শেয়ার চ্যাট সহ বিভিন্ন মাধ্যম।যাতে যোগাযোগ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। চটজলদি যোগাযোগের মাধ্যমে মানুষের যেমন পরিচয় ঘটেছে তেমনি তথ্য আদান-প্রদান হয়।ফলে কাজের ক্ষেত্র হয়ে ওঠছে অতি সুবিধা।এখন মানুষের সময় নেই দীর্ঘ ধৈর্য্য ধরার।

ফলে এখন মানুষ সবকিছু পুরনো স্মৃতি ভুলে তাতেই অভ্যস্ত।বিশেষ করে তরুণ এবং ইয়ং প্রজন্ম স্বাদ পাইনি সেই পুরানো নস্টালজিয়া রিসিভার,ফোন,চিঠি ডাকবাক্স বা পায়রায় পায়ে চিঠি পাঠানোর স্বাদ। ফলে সেই নস্টালিয়া দিকগুলো তুলে ধরতে এবারে দেশবন্ধু নগর পুজো কমিটির থিম “The অ্যাড্রেস”।এই থিমে তারা তুলে ধরেছে সেইসব হারিয়ে যাওয়ার নস্টালজিয়ার ছবি ছাপা এবং তথ্য দিয়ে সেই স্মৃতি।প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজেটের উপর দিয়েই মন্ডপ এবং প্রতিমা তৈরি করা হচ্ছে।এ বছর এই পুজো পা রেখেছে ৪২ তম বর্ষে।

এই বিষয়ে পুজোর সেক্রেটারি সত্য সংকর সাঁতরা বলেন এক সময়কার সেই হারিয়ে যাওয়া লেটার বক্স,চিঠি রিসিভার ফোন সহ নানাবিধ নস্টালজিয়া দিকগুলো আমরা তুলে ধরেছি বর্তমান প্রজন্মের কাছে।যারা আজকে ইন্টারনেট,মোবাইল ল্যাপটপ এবং ইনস্টাগ্রামে অভ্যস্ত।আমাদের এই “অ্যাড্রেস’ থিম এবারে সাড়ে প্রায় লক্ষ টাকা বাজেটের যা নজর কাড়বে মেদিনীপুর বাসীর। তাছাড়া পূজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নানাবিধ অনুষ্ঠান থাকছে আমাদের মন্ডপে।


Share

dnews.in