Medinipur Court: আরজি করের ঘটনায় এবার প্রতিবাদ মিছিল জর্জকোর্টের উকিলদের! মেডিকেল স্টুডেন্টদের পাশে থাকার বার্তা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আরজি করের ঘটনায় এখনো আসল দোষীরা শাস্তি পাচ্ছে না,তাদেরকে ধরতে পারছে না তদন্তকারী সংস্থা।আর তাই প্রতিবাদে নামল এবার মেদিনীপুর শহরের জর্জকোর্টের উকিল বাবুরা। এদিন সিনিয়র জুনিয়র মিলে প্রায় তিন শতাধিক উকিল বাবু এই প্রতিবাদ মিছিলে শামিল হন।তাদের মিছিল থেকে স্লোগান তোলা হয় We Want Justice

আরজি করের ঘটনায় এবার পথে নামল মেদিনীপুরের জর্জকোর্টের উকিলরা।এইদিন মেদিনীপুরের স্থানীয় জর্জ কোর্টে সমস্ত সিনিয়ার এবং জুনিয়ার উকিল বাবুরা দলমত নির্বিশেষে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া জঘন্য ঘটনার বিরুদ্ধে পথে নামলেন।গোটা কোর্ট চত্বর We Want Justice এবং এডভোকেট ফর জাস্টিস এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এইদিন প্রায় তিন শতাধিক উকিল বাবু এই প্রতিবাদ মিছিলে সামিল হন।এই মিছিল থেকে রাজ্যের সমস্ত আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের পাশে থাকা বার্তা উকিল বাবুদের পক্ষ থেকে দেওয়া হয়।এরই সঙ্গেশীঘ্রই মেদিনীপুর জর্জকোর্টের উকিল বাবুদের একটি প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার বার্তা নিয়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে আলোচনাও হয়।

এইদিন এই মিছিলে উপস্থিত ছিলেন শান্তি দত্ত,তীর্থঙ্কর ভকত,শুভজিৎ রায় নেপাল খামরুই,দেবব্রত পন্ডা, শুভজিৎ সিংহ সহ একাধিক সিনিয়র এবং জুনিয়র উকিল বাবুরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in