Library Day: বেস্ট পাঠকদের সংবর্ধিত করে রাজ্য ব্যাপী অনুষ্ঠিত হলো সাধারণ গ্রন্থাগার দিবস

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন।এদিন এই গ্রন্থাগার দিবস উপলক্ষে গ্রন্থাগারের বেস্ট পাঠকদের সম্বর্ধিত করেন বিশিষ্ট অতিথিবৃন্দ।অতিরিক্ত জেলাশাসক সহ উপস্থিত ছিলেন গবেষক এবং এই গ্রন্থাগারের সদস্যবৃন্দ।

সাধারন গ্রন্থাগার দিবস পালন

শনিবার ছিল সাধারণ গ্রন্থাগার দিবস।এদিন গোটা রাজ্যর সঙ্গে জেলায় জেলায় এবং বিভিন্ন ব্লকে ব্লকে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় গ্রন্থাগার কর্তৃক। এদিন মেদিনীপুর জেলা ও শহরে জেলা গ্রন্থাগারে এই অনুষ্ঠানের সূচনা হয়।দোতালায় এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বিশিষ্ট অতিথি বৃন্দ।এরপর গান এবং বিভিন্ন বক্তাদের বক্তব্যে এই দিবস উদযাপিত হয়। এরপরই বিশেষ পাঠক যারা এতদিন ধরে গ্রন্থাগারের এসে বই পড়ছেন তাদের সম্মানিত করে উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে এইদিন উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া,গ্রন্থাগার আধিকারিক শেখ মহম্মদ শাহিদুল্লাহ,গবেষক মধুপ দে,তাপু বাসু,যুগ্ম সম্পাদক সুকুমার পৈড়া,সুকুমার ভূঁইয়া।এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুশান্ত দোলই,সৌমেন মল্লিক,মৃণাল কান্তি মাইতি,কাজল গিরি সহ অন্যান্যরা।প্রসঙ্গত উল্লেখ্য,গত দু বছর কোভিড মহামারীর জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল।এ বছর দশম বর্ষে পদার্পণ করলো এই গ্রন্থাগার দিবস। পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি সাব ডিভিশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদার সঙ্গে।এদিন মেদিনীপুর সাবডিভিশনে মোট ৩৩ জন বিশেষ পাঠকদের সম্বর্ধিত করা হয়।

এ বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক শেখ মহম্মদ শাহিদুল্লাহ বলেন,”মূলত ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল এই গ্রন্থাগার দিবসের সূচনা কিন্তু মাঝে মহামারী থাকায় দু’বছর বন্ধ ছিল।তাই এ বছর দশম তম বর্ষে পদার্পণ।এই সাধারণ গ্রন্থাগার দিবস উপলক্ষে আমরা বেস্ট পাঠকদের সম্বর্ধিত করলাম। গোটা জেলা ও রাজ্যজুড়ে এই অনুষ্ঠান চলছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in