নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গত বছরের মত ফের জেলা-শহরে পুজো কার্নিভাল। এবারে পূজোয় অংশ নিচ্ছে ১৬টি পুজো কমিটি।বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুজো কমিটি গুলি তাদের থিম ও চিন্তা ভাবনা তুলে ধরবেন এই কার্নিভালে।এখন চলছে জোর প্রস্তুতি,অপেক্ষা রাত ফুরানোর।
গত বছরের মত এ বছরও পুজো কার্নিভাল হতে চলেছে মেদিনীপুর শহর জেলায়।এবারে আগের বারের মতনই রুট রাখা হয়েছে বটতলা থেকে গোলকুয়া চক হয়ে ধর্মা এবং ধর্মা থেকে গান্ধীঘাট পর্যন্ত।আর তারই প্রস্তুতি এখন চলছে জোর কদমে।প্রসঙ্গত বেশ কয়েক বছর দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়।রাজ্যের মতই জেলায় কার্নিভালে উৎসাহ পূজা মন্ডপ গুলির।কিন্তু এবারে পারিপার্শ্বিক পরিস্থিতি সেইসঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি।তার মধ্যেই কার্নিভালে হতে চলেছে জেলা ও শহরে।আর এ পুজো কার্নিভালে এবারে অংশ নিতে চলেছে প্রায় ১৬ টি পূজো মন্ডপ।এই কার্নিভাল অনুষ্ঠিত হবে বটতলা চকে এবং সেখানে এখন চলছে ম্যারাপ বাঁধার কাজ। জেলা প্রশাসনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক, সাংসদ,পুলিশ সুপার,পৌরপ্রধান সহ বিশিষ্ট আধিকারিকরা।যা ঘিরে এখন জোর প্রস্তুতি এই মেদিনীপুর শহর জুড়ে।