Suvendu Adhikari Campaign:মেদিনীপুরে শুভেন্দুর মহামিছিল বাতিল!বিজেপি প্রার্থীর কোপের মুখে কমিশন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আজ বিজেপি প্রার্থীর সমর্থনে মেদিনীপুরে শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি বাতিল করল নির্বাচন কমিশন।জানা গেছে যে রুটে মহা মিছিলের আবেদন জানানো হয়েছিল সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি করার অনুমতি নিয়েছে।যদিও বিজেপির অভিযোগ পুলিশ প্রশাসন এবং রিটার্নিং অফিসারসহ ডিএম এসপি নির্লজ্জ।তাদের চরম নির্লজ্জতা প্রমাণ এই ভোটে বিরোধী দলনেতার মিছিল বাতিল করে।

বাতিল মিছিল

উপনির্বাচনে এবার শুভেন্দু অধিকারীর মহামিছিল বাতিল করল নির্বাচন কমিশন আর যার ফলে তোপের মুখে পড়তে হলেও মেদিনীপুরের নির্বাচন আধিকারিক দের, এরকমই ঘটনায় শোরগোল জেলা জুড়ে।ঘটনা ক্রমে জানা যায়,এখন চলছে উপনির্বাচনের প্রচার পর্ব তাই যুদ্ধকালীন তৎপরতায় এই প্রচার পর্ব চালাচ্ছেন শাসক বিরোধী প্রার্থীরা।শাসক ও বিরোধীদের হয়ে প্রচারে আসছেন তাবড় তাবর নেতা মন্ত্রী ও ভিভিআইপিরা। আসছে সেলিব্রেটি এবং সিনেমা অভিনেতা অভিনেত্রীরা। তবে বিজেপির হয়ে প্রচারে আসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।সূত্র অনুযায়ী বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মহামিছিল হওয়ার কথা মেদিনীপুর শহরে।এই মহা মিছিল হওয়ার কথা ছিল মহুয়া সিনেমার হল থেকে।কিন্তু তার ২৪ ঘন্টা আগেই পুলিশ থেকে অনুমতি বাতিল করা হয় আর যার যার এই অশান্তি সৃষ্টি হয় বিরোধীদের মধ্যে।মূলত নভেম্বর মাসের 6 তারিখ সুবিধা অ্যাপসে মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি নেতৃত্ব।

পুলিশের রিপোর্টের ভিত্তিতে সেই আবেদন বাতিল করলো নির্বাচন কমিশন।কারন হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে,যে রুটে শুভেন্দু অধিকারীর মহামিছিলের জন্য অনুমতি চাওয়া হয়েছে, সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসুচি রয়েছে।তাই গণ্ডগোলের আশঙ্কা তৈরি হতে পারে, সেই কারণে শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি বাতিল করা হয়েছে।

যদি ওই বিষয়ে খুব ক্ষোভ উগরে দেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।এদিন প্রার্থী বলেন চরম নিন্দনীয় ঘটনা।আমরা নিয়ম-নীতি কমিশনের নিয়ম-নীতি অনুযায়ী 48 ঘন্টা আগে আবেদন করেছিলাম।তখন ওখানে কোন শাসকদলের মিটিং মিছিল ছিল না।কিন্তু তারপর কোন কারণ ছাড়াই ইচ্ছাকৃত ভাবেই এই স্টার ক্যাম্পেনিং বাতিল করেছে নির্বাচন কমিশন।এটা চরম নির্লজ্জতা প্রমাণ।

কারণ নিয়মই হল LOP এর বা স্টার ক্যাম্পেনারদের কোন রুট অনুমতি দিলে তারপর ওখানে অন্য কোন মিছিলের অনুমতি দেওয়া যায় না।আমরা এতে দমে যাব না।আমরা মহা মিছিলের পরিবর্তে ডোর টু ডোর ক্যাম্পেনিং করব বিরোধী দলনেতাকে নিয়ে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in