নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবারে প্রচারে এসে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন খড়গপুর বিধায়ক অভিনেতা হিরণ চ্যাটার্জি।বললেন মানুষ আমাদের সঙ্গে আছে তবে কেন্দ্র সরকার চাইলে আমাদের প্রার্থী জিতবে। কারণ গত লোকসভা ভোটে কেন্দ্র বাহিনী থাকা অবস্থায় তৃণমূল বুথ দখল করে ভোট করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য এখন চলছে উপনির্বাচন পর্ব।আগামী 13 ই নভেম্বর উপনির্বাচন হবে রাজ্যের ছয়টি বিধান সভার। যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভা।এই বিধানসভার বিজেপি প্রার্থীর শুভজিৎ রায় হয়ে এই দিন প্রচারে এসেছিলেন খড়্গপুর বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।এদিন তিনি প্রথমে মেদিনীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড ধর্মা এলাকায় লিফলেট বিলি করে প্রচার করেন। মানুষের কাছে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় কে ভোট দেওয়ার আবেদন করেন।এরপর 22 নং ওয়ার্ড ডোমপাড়া ও জজকোর্ট কামারপাড়া এলাকায় বাড়ি বাড়ি লিফলেট বিলি করেন এবং বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে।তিনি বললেন মানুষ আমাদের সাথেই রয়েছে।কেন্দ্রীয় সরকার ঠিকঠাকভাবে ভোট করাতে পারলেই আমাদের মেদিনীপুর প্রার্থী জিতবে।রাজ্য পুলিশের উপর ভরসা করে এই ভোটে জেতা যাবে না।
কেন্দ্র বাহিনী ভোট করানো প্রসঙ্গে হিরন চট্টোপাধ্যায় বলেন,”লোকসভা ভোটে কেন্দ্র বাহিনী ভোট করায় নি,কেন্দ্র বাহিনী দাঁড় করিয়ে তৃণমূলকে জিতিয়েছে।তিনি এও বলেন সিআরপিএফ,সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকলেও আর ওরা বুথ দখল করে জিতে গেল।এরপর ইলেকশন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন আমরা সিসিটিভি ক্যামেরা গুলো হাইকোর্টে পাঠিয়েছি ফরেনসিক টেস্টের জন্য কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট বলে দিয়েছে আমরা হাইকোর্টে ক্যামেরা পাঠাবো না।
এর থেকে স্পষ্ট,কেন্দ্র সরকার ও ইলেকশন কমিশন দুজন মিলিয়ে বিজেপিকে হারিয়েছে লোকসভাতে।এরকম ঘটনা যদি এইখানে ঘটে তাহলে এখানেও সেম অবস্থা হবে।বিজেপি কর্তারা অসহায়,মানুষ চাই বিজেপিকে কিন্তু কিছু করার নেই।