নিজস্ব প্রতিনিধি,ঢেঙ্গাশোল:
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যকারিতা নিয়ে কটাক্ষ করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।এইদিন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক এলাকার জঙ্গল মহল সংলগ্ন বিভিন্ন গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে একাধিক মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি সহ বিভিন্ন ইস্যুতে।
শনিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙ্গা, ঢেঙ্গাশোল,কাশিজোড়া সংলগ্ন গ্রামগুলিকে বিজেপি প্রার্থীকে হুডখোলা গাড়িতে নিয়ে প্রচার করেন দিলীপ ঘোষ।জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করে পরিচিতি করান বিজেপি প্রার্থীর।রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সহ আরজিকর ইস্যু কথা মনে করে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ও জানান দিলীপ ঘোষ।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন।এদিন প্রথমে সাংবাদিকরা দিলীপ ঘোষ কে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন,”ওনার কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষ কেউই সন্তুষ্ট নয়।ওনাকে কেউই বলেনি মামলা নেওয়ার জন্য।
উনি নিজে থেকে এগিয়ে এসে এই মামলা নিয়েছেন। এই মামলা নিয়ে কেউ সুপ্রিম কোর্টে যাই নি।মানুষ আন্দোলন করছিল।হাইকোর্টে মামলাটা চলছিল।এখানকার মানুষ তাতেই সন্তুষ্ট ছিল।কিন্তু তাতে উনি নিজে হস্তক্ষেপ করেছিলেন।তাতে ওনার দায়িত্ব বর্তায় বিচার প্রক্রিয়ায় দোষীদের সাজা দেওয়া।কিন্তু উনি অবসর গ্রহণ করলেন। তবে বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন সুপ্রিম কোর্ট থাকবে বিচার ব্যবস্থা থাকবে।মানুষের এখনো আস্থা আছে মানুষ বিচার পাবেন বলে।আমরা এখনো তাকিয়ে রয়েছি।তবে এটা তাড়াতাড়ি হওয়া উচিত।এরপর বাজারে চায়না খেলনা,চায়না চালের পর চায়না রসুনের রমরমা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন কেন্দ্রীয় সরকার অনেকভাবে চেষ্টা করেছে চায়নার যাবতীয় প্রোডাক্ট বন্ধ করতে কিন্তু কোন ভাবে বর্ডার দিয়ে কিছু কিছু জিনিস এসে যায়।
এইগুলো বাজেয়াপ্ত করার কাজ চলছে।সেই সঙ্গে যাতে চায়না থেকে কোন জিনিস দেশে না ঢোকে তারও ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার।