Bagmari Picnic:Radiant the helping squad এর উদ্যোগে jangal mahal uttaran এর সহযোগিতায় দুঃস্থ বাচ্চাদের বনভোজন সেই সঙ্গে খাতা পেন বিলি

Share

নিজস্ব প্রতিনিধি,বাগমারি:

বাগমারিতে স্কুলের বাচ্চাদের খাতা পেন বিলি উদ্যমী যুবকদের।সহযোগিতায় এবং উদ্যোক্তা হিসেবে ছিল Radiant the helping squad ও jangal mahal uttaran সংস্থার সদস্যরা।পাশাপাশি এই দিন একসাথে বনভোজনের মেতে উঠল তারা।প্রায় আড়াইশো খুদে কচিকাঁচা এই চড়ুইভাতিতে অংশ নেয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রামের মানুষজন।

পড়ুয়াদের চড়ুইভাতি

নভেম্বরের শেষ থেকেই পড়ছে শীত আর শীতের মরসুমে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা,মেতেছে সবাই চড়ুইভাতিতে।এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা বাগমারি প্রাইমারি স্কুলে কচিকাঁচাদের নিয়ে এক চড়ুই ভাতিতে মেতে উঠল কিছু উৎসাহী ইয়ং যুবক এবং তাদের সংগঠন। মূলত Radiant the helping squad এর উদ্যোগে jangal mahal uttaran এর সহযোগিতায় দুঃস্থ বাচ্চাদের বনভোজন করা হয় এই দিন।সেই সঙ্গে এই খুদে কচি কাঁচাদের খাতা পেন বিলি করা হয় এক প্রস্থ। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের তরফ থেকে জগন্নাথ পাত্র,প্রাঞ্জল দাস গুপ্ত,সৈকত সিংহ,শোভন দাস,বিশ্বদীপ সিংহ সহ অন্যান্যরা।

এরই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার গ্রামবাসী বৃন্দ। এদিন পাত পেড়ে একসাথে খাওয়া দাওয়া করলো কচিকাঁচা সহ তাদের অভিভাবকেরাও।আর তাতেই খুশি সংগঠনের সদস্যরা।এই চড়ুইভাতিতে কি ছিল না!একদিকে যেমন ফ্রায়েড রাইস,চানা ছিল সেই সঙ্গে ছিল মাংস ভাত চাটনি মিষ্টি পাপড় ও মুখ সেদ্ধ। যা খেয়ে রীতিমতো খুশি এলাকার মানুষজন।

এই বিষয়ে উদ্যোক্তা জগন্নাথ পাত্র বলেন,”এই শীতকাল পড়তেই মানুষ বিভিন্ন জায়গায় পিকনিকের আনন্দে মেতে উঠে।কিন্তু এই গ্রামের দুস্থ কচিকাঁচাদের কেউ খেয়াল করে না।তাই আমরা আমাদের নিজেদের উদ্যোগে এই ছোট্ট একটি চড়ুইভাতির আয়োজন।যেখানে সবাই একসাথে খাওয়া দাওয়া এবং হই-হুল্লোড়।তারই পাশাপাশি আমরা এই কচিকাঁচাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in