নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
উৎকর্ষ বাংলার উদ্যোগে কোর্স এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের হাতে অফার লেটার তুলে দিলেন জেলার জেলাশাসক।এদিন শহরের রাঙ্গামাটি এলাকায় আইটিআই তে এই অফার লেটার তুলে দেওয়া হয় বেকার যুবক যুবতীদের হাতে।দিনের শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 648 জন হাতে পান এই অফার লেটার।
নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মেদিনীপুর শহরের আইটিআই তে এদিন জব ফেয়ার অনুষ্ঠিত হলো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে উদ্বোধক ছিলেন জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদরী।মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং উৎকর্ষ বাংলার উদ্যোগেই এই জব ফেয়ারের আয়োজন।এই দিন এই রাঙ্গামাটি এলাকার আইটিআই তে এই জব ফেয়ারের অফার লেটার নিতে উপস্থিত হয়েছিলেন বেকার ছেলেমেয়েরা।একে একে সবার হাতে অফার লেটার তুলে দেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা।
প্রসঙ্গত উল্লেখ্য উৎকর্ষ বাংলা নামে একটি অনলাইন পোর্টাল সম্প্রতি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে পড়াশোনা করা উত্তীর্ণ পড়ুয়াসহ বেকার যুবক-যুবতীরা কোর্সের আবেদন করতে পারবেন এবং সেই কোর্স শেষে তারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজের সুযোগ পাবেন।এই কাজের সুযোগ রয়েছে টেলারিং,বিভিন্ন শিল্পে,গাড়িতে,বিভিন্ন বেসরকারি কোম্পানি এবং বস্ত্র কোম্পানিতে।এদিন জেলার দূর দূরান্তের বহু মানুষ ছুটে আসেন এই অফার লেটার নিতে। যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 648 জন বেকার যুবক যুবতীর হাতে এই অফার লেটার তুলে দেওয়া হয় বলে আইআইটি সূত্রে খবর।
এ বিষয়ে জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন,”বেকার ছিলাম ছেলেমেয়েদের উৎসাহিত সেই সঙ্গে একটা কাজের সন্ধান দিতে এই কোর্সের মাধ্যমে অফার লেটার দেওয়া হচ্ছে।আমাদের এই কাজই হল উৎকর্ষ বাংলাকে আর শ্রীবৃদ্ধি করা।আজকে আনুমানিক সাড়ে 400 থেকে 500 ছেলে মেয়েকে এই অফার লেটার দেওয়া হবে।
অন্যদিকে আইটি আই প্রিন্সিপাল তাপস ঘোড়ই বলেন,”মূলত 14 বছর থেকে শুরু হচ্ছে আমাদের এই কাজের অফার।যদিও সর্বোচ্চ বয়সের কোন সময়সীমা নেই। এই উৎকর্ষ বাংলার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের কোর্সের সুযোগ রয়েছে।জেলার প্রান্তের ছেলেমেয়েরা তারা আবেদন করার পর সেই কোর্স করানো হয় এবং কোর্স শেষে বিভিন্ন কোম্পানি সহ সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরি সুযোগ দেওয়া হয়। আজকে তারই একটি প্রয়াস অনুষ্ঠিত হলো এই আইটিআই তে।