Birendra Setu:2022 সাল থেকে ট্রাক বন্ধ,আমরা নিজেরাই রাস্তা করতে চাই!প্রশাসনকে প্রস্তাব দিল ট্রাক মালিকরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

2022 সাল থেকে 25 টনের উপরের পণ্য নিয়ে যাতায়াত বন্ধ মোহনপুর ব্রিজ তথা বীরেন্দ্র সেতুর উপর যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রাক মালিকরা।এবার প্রশাসনকে রাস্তা তৈরীর একপ্রকার প্রস্তাব দিলেন এই মালিক সংগঠন।তাতে তারা উল্লেখ করেছেন বীরভূমের জয়দেব-ঘাটের মতন অস্থায়ী রাস্তা তারা পাথর দিয়ে নিজেরাই বানিয়ে ফেলবেন এবং সেই পথ দিয়েই যাতায়াত করবে তাদের 25 টনের উপর ভারী যানবাহন।এই দিন সেই প্রস্তাবই জেলা প্রশাসককে জমা দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

প্রস্তাব নিয়ে প্রতিনিধি দল

“নিজেদের রাস্তা নিজেরা বানিয়ে সেই রাস্তায় যাতায়াত করতে চাই” ঠিক এই আবেদন নিয়ে প্রশাসনকে প্রস্তাব দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। ঘটনা প্রসঙ্গে বলা যায় যে পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা খড়গপুর সহ রাজধানী এলাকার যোগাযোগের অন্যতম সড়ক পথের মাধ্যমে হলেও বীরেন্দ্র সেতু।মোহনপুর কাছে এই বীরেন্দ্র সেতু দীর্ঘদিন ধরে নড়বড়ে।আর যা নিয়ে প্রশাসন ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে যে এই ব্রিজের উপর দিয়ে 25 টনের উপর পণ্য নিয়ে ট্রাক চলাচল করা যাবে না।এর ফলে 2022 সাল থেকে সমস্যায় পড়েছে ট্রাক মালিকরা।বিশেষ করে যারা প্রতিদিন শয়ে শয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন রকম আসবাস পত্র সহ মাটি,বালি,মোরাম বহন করে সেসব ট্রাক ড্রাইভাররা পড়েছেন মুষড়ে।

কারণ ঘুরপথে যাতায়াত করতে গিয়ে তাদের একদিকে যেমন ট্রাক পিছু এক্সট্রা করে খরচা হচ্ছে,ঠিক তেমনি সময় প্রচুর নষ্ট হচ্ছে।যার জন্য সুদের বিনিময়ে ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক কিনে রীতিমত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।এর ফলে বহু ট্রাক মালিক অকালে যেমন প্রাণ দিয়ে দিচ্ছেন ঠিক তেমনি অনেকেই ব্যবসা ছেড়ে ঘরে বসে যাচ্ছেন।এই ঘটনায় বিগত কয়েক মাস আগে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওয়েলফেয়ার অপারেটর এসোসিয়েশন।যে চিঠিতে তারা উল্লেখ করেছিল অবিলম্বে সকল ট্রাক মালিকদের জন্য খুলে দেওয়া হোক তাদের বীরেন্দ্র সেতু যাতায়াতের মাধ্যমে হিসেবে।কিন্তু তার সদুত্তর এখনও মেলেনি।তাই এবারের প্রশাসনকে একপ্রকার প্রস্তাব দিল এই সংগঠনের সদস্যরা।

এই প্রস্তাবে তারা উল্লেখ করেছেন বীরভূমের অস্থায়ী জয়দেব ঘাটের মতন অথবা তিলপাড়া ব্রিজের পাশে অস্থায়ী রাস্তার মতো কংসাবতীর বীরেন্দ্র সেতুর পাশে পাথর দিয়ে তারা ট্রাক চলাচলের একটি অস্থায়ী রাস্তা নিজেরাই বানিয়ে ফেলবেন।তাতে যা খরচা হবে,সে খরচ পাতিও তারা বহন করবেন।আর এই রাস্তা তৈরি করার অনুমতি দিক প্রশাসন।এমনই দাবি নিয়ে এইদিন জেলাশাসক খুরশিদ আলী কাদরীর কাছে আবেদনপত্র জমা দিলেন তারা,করলেন এক প্রস্থ দেখা।

এই নিয়ে এই সংগঠন সম্পাদক প্রদীপ মন্ডল বলেন গত 2022 সাল থেকে আমরা মার খাচ্ছি এই ব্যবসায়। আমাদের বহু ট্রাক মালিক আছে যারা আর লোন শোধ করতে না পেরে ট্রাক বিক্রি করে দিয়েছে। অনেকে ব্যবসা ছেড়ে বসে গিয়েছে বাড়িতে।আমরা এর আগে জেলাশাসককে চিঠি দিয়েছিলাম ট্রাক যাতায়াতে অবাধ চালু করার।কিন্তু তারও এখনো কোনো সদুত্তর বার করতে পারেনি প্রশাসন।এখন আমরা একটা প্রস্তাব নিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছি।আমরা চাইছি বীরভূমের জয়দেব ঘাটের মতন আমরা আমাদের অস্থায়ী রাস্তা নিজেরা বানিয়ে যাতায়াত করব।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in