ISRO Chairman: খড়গপুর আই আই টির ডিগ্রী পাওয়া ভি নারায়ণ হতে চলেছেন ইসরোর নতুন চেয়ারম্যান! খুশির হাওয়া আইআইটি খড়গপুরে

Share

নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।মূলত আগামী দু’বছরের জন্য ইসরো প্রধানের দায়িত্ব সামলাবেন ভি নারায়ণ।এর আগে ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অভিযানের নেপথ্যে নারায়ণ ছিলেন।তিনি প্রপালশন সিস্টেমের উপর কাজ করেছেন তিনি।তিনি লঞ্চযানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও গবেষণা করেছেন সেই সঙ্গে ইসরোর আসন্ন গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত।

আবার খড়গপুর আইআইটির মুকুটে নতুন পালক,ডিগ্রী পাওয়া অধ্যাপক দায়িত্ব সামলাবেন ইসরো।মূলত গত মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।তাতেই নাম প্রকাশ পায় এই খড়্গপুরের ভি নারায়ণের।কারণ ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী ১৪ জানুয়ারি। সে দিনই ইসরোর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন ভি নারায়ণ। চেয়ারম্যান নন, তিনি সামলাবেন মহাকাশ দফতরের সচিবের দায়িত্বও।কেন না এর আগে এই ভি নারায়ণ ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অভিযানের নেপথ্যে তাঁর ভূমিকা ছিল।তিনি প্রপালশন সিস্টেমের উপর কাজ করেছেন বেশিরভাগ।লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের (এলপিএসসি) প্রধান ছিলেন তিনি।

এ ছাড়াও ভ্যালিয়ামারার দায়িত্বও সামলেছেন এই বিজ্ঞানী।দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারায়ণ।ক্রায়োজেনিক ইঞ্জিন, এমন এক প্রযুক্তি যা মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজন।লঞ্চযানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও গবেষণা করেছেন এই মহাকাশ বিজ্ঞানী।ইসরোর আসন্ন গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। এই যানের জন্য জাতীয় স্তরের মানব রেট সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন নারায়ণ।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ভি নারায়ণ ভারতের তামিলনাড়ুতে জন্ম।সেখানেই তাঁর বেড়ে ওঠা।এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে। তিনি তার মেধা জন্য খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।এর পরে এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন।স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রৌপ্য পদক দেওয়া হয়েছিল তাঁকে।পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে।১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ।২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়।

এই বিষয়ে এক মন্তব্যে ইসরোর এই হবু প্রধান বলেছেন‘‘আমাদের কাছে ভারতের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে।আশা করছি যা ইসরোকে আরও উচ্চতায় পৌঁছে দেবে।আমাদের কাছে দুর্দান্ত প্রতিভা রয়েছে


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in