Matrima Insident: মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন দিতেই অসুস্থ 5 প্রসূতি!অভিযোগ পেতেই ICU ট্রান্সফার,তড়িঘড়ি গড়া হলো কমিটি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি কে স্যালাইন দিতে অসুস্থ।একে একে পাঁচ প্রসূতি অসুস্থ হওয়ায় উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমাতে।যদিও এই ঘটনায় কমিটি গড়ে খতিয়ে দেখার আশ্বাস মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের।

এবার কর্নাটকের ছায়া মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে স্যালাইন দেওয়ার পরেই গুরুতর অসুস্থ পাঁচ প্রসূতি।হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ রোগীর পরিজনদের।রোগীর পরিবারের অভিযোগ, ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল প্রসুতিদের।এরপর থেকেই একাধিক সমস্যা দেখা দেয় পাঁচ প্রসূতির। তড়িঘড়ি দুজনকে সিসিইউ একজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।উল্লেখ্য,গত বছরের নভেম্বর মাসে কর্নাটকে চার প্রসুতির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।সেই ঘটনায় অভিযোগ ওঠে,ত্রুটিপূর্ণ আর এল বা রিঙ্গার লেক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসুতিদের শরীরে। এরপরও রাজ্যের একাধিক জায়গায় RL স্যালাইন নিয়ে নানা অভিযোগ সামনে আসে।এবার ফের অভিযোগের কেন্দ্র বিন্দুতে সেই রিঙ্গার লেক্টেড স্যালাইন।বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয় নিয়ে তদন্তের দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর আত্মীয়রা।

যদিও এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত বলেন,”আমরা ঘটনাটা জেনেছি এবং এই ঘটনার জেরে ওদেরকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে।এরই পাশাপাশি আমরা একটা বোর্ড গঠন করেছি যারা খতিয়ে দেখবে এর কারণ।তবে এই দিন বকলমে তিনি স্বীকার করে নেন যে স্যালাইনে সমস্যা ছিল।

যদিও এই ঘটনায় উত্তেজনা রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে,রয়েছে পুলিশ প্রশাসন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in