
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস উদযাপন হলো ইংরেজী মাধ্যম ডি এ ভি পাবলিক স্কুলে।দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন ছিল বৃহষ্পতিবার। সকাল থেকে রং বেরঙের বেলুন ফুল ও নানা রকম হাতের কাজের জিনিস দিয়ে সাজানো হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের সভাগৃহে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয় মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী এন কে গৌতম সহ কর্নেল মৃদুল কান্তি সিনহা মহাশয় (ডেপুটি কমান্ডার এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার,) শ্রীমতি লোপা চ্যাটার্জি (প্রিন্সিপাল ডিএভি মডেল স্কুল আইআইটি খড়গপুর) এবং শ্রীমতি সুস্মিতা পানিগ্রাহী (প্রিন্সিপাল এমডিবি পাবলিক স্কুল বাঁকুড়া।এরপর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান বিদ্যালয়ের পতাকা উত্তোলন,ছাত্র ছাত্রীদের দ্বারা প্যারেড ও মশাল প্রজ্জলন মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়।বিদ্যালয়ের নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রায় ১২০০ ছাত্র ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এই ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের দ্বারা সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সকল অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের মন কেড়ে নেয়।

ক্রীড়া প্রতিযোগিতায় আকর্ষণ করার মত বিষয়গুলি ছিল ছোট ছোট ছেলে মেয়েদের চকলেট দৌড় বেলুন দৌড় অংক দৌড় ও নানা রকম খেলা।প্রতিটি খেলায় বিজয়ীদের মেডেল পরিয়ে সন্মান জানানো হয় বিদ্যালয়ে কর্তৃপক্ষ দ্বারা। ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবক অভিভাবিকা শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী বৃন্দ সকলে স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলেন।

সকল প্রতিযোগিতার শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও আগামী দিনে আরো ছাত্র-ছাত্রীদের খেলাধুলার দিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।