নিজস্ব প্রতিনিধি,লালগড়:
রাতের অন্ধকারে মায়ের সঙ্গে আলু খেতে গিয়ে মাটির পাত কুয়াতে পড়ে গেছিল হস্তী শাবক। সন্তানকে তুলতে না পেরে মায়ের আর্তনাদ চিৎকারে রাতেই জেসিবি নিয়ে আলু জমিতে পৌঁছায় বনদপ্তর।সুস্থ ভাবে মাটির পাতকুয়া থেকে হস্তি শাবককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মা হাতির কাছে।ঘটনাটি মঙ্গলবার রাত্রে মেদিনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের ভাউদি বিটের পিড়রাকুলি গ্রামের ঘটনা।
জানা গিয়েছে,দীর্ঘ ৫ দিন ধরে ৭০ থেকে ৭৫ টি হাতির একটি দল পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আজনাশুলি, চালপুড়ার জঙ্গলে রয়েছে। রাত হলেই খাবারের সন্ধানে জয়পুর,মালধা, পিড়াকাটা,মাহাতোপুর,পাথরনালা, অভয়া,বালিবাঁধ সহ বিভিন্ন এলাকার আলুর জমিনে হানা দিচ্ছে হাতির দলটি। আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে আলু ক্ষেতের জমি।মঙ্গলবার আনুমানিক রাত্রি ১১ টার সময় জঙ্গল থেকে বেরিয়ে পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আলুর জমিতে আলু খাওয়ার জন্য হানা দেয় হাতির দলটি।সেই সময় দলে থাকা একটি হস্তী শাবক আলুর জমির মধ্যে থাকা মাটির পাত কুয়াতে পড়ে যায়। মা হাতি দীর্ঘ চেষ্টা চালায় সন্তানকে উদ্ধারের জন্য।ব্যর্থ হলে প্রবল চিৎকার করতে থাকে।সেই চিৎকার শুনে বনদপ্তরকে বিষয়টি জানায় গ্রামবাসীরা।তারপরে এক ঘন্টার মধ্যেই জেসিবি নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বনদপ্তর।
মাটির পাতকুয়াকে কেটে রাস্তা তৈরি করে হস্তি শাবককে সুস্থ ভাবে উদ্ধার করে বনদপ্তর এর কর্মীরা। পাতকুয়া থেকে বেরিয়ে মাতৃহাতীর সঙ্গে ফের জঙ্গলে ফিরে যায় হস্তি শাবক। এই নিয়ে এলাকার বাসিন্দা হরশংকর মাহাতো বলেন,”প্রায় পাঁচ দিন ধরে এখানে ৭০ থেকে ৭৫ টি হাতির একটি দল রয়েছে।রাত হলেই আলু জমিনে নেমে পড়ছে আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে পুরো জমি।এই দলে এমন কয়েকটি হাতি রয়েছে যেগুলি গাড়ির আলো দেখলেই মারমুখী হয়ে তেড়ে আসছে।গতকাল রাত্রে জমিতে আলু খেতে এসে মাটির পাতকায়াতে পড়ে যায় একটি হস্তি শাবক।বনদপ্তর জিসিবি দিয়ে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়”।
এই বিষয়ে লালগড়ের রেঞ্জ অফিসার লক্ষীকান্ত মাহাতো বলেন,”আলুর জমিতে যাওয়ার সময় পিড়রাকুলি গ্রাম সংলগ্ন ঝোপ ঝিড়ে থাকা একটি পাত কুয়াতে একটি হস্তি শাবক পড়ে যায়। ঘটনার খবর পেয়ে জেসিবি দমকল,পুলিশ ও হুলাপার্টির সদস্যদের নিয়ে আমরা সবাই ঘটনাস্থলে পৌঁছায়।তখন সেখানে মাত্র সাতটি হাতি দাঁড়িয়েছিল।তার মধ্যে মা হাতিটি খুবই উত্তেজিত অবস্থায় ছিল।আমরা হুলাপার্টির সাহায্যে সব হাতিগুলিকে সরিয়ে হস্তি শাবকটিকে উদ্ধার করে মা হাতির কাছে ফিরিয়ে দিয়েছি। সুস্থ রয়েছে দলে ফিরে গিয়েছে”।রাত হলে জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল আলুর জমিতে হানা দিচ্ছে ফসলের ক্ষতি করছে।সেই বিষয়ে তিনি বলেন,”হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে।
দীর্ঘদিন ধরে হাতির দলগুলি এখানে থাকায় তাদের স্বভাব,চরিত্রের উপর যথেষ্ট পরিবর্তন হয়েছে।ফলে দিনের বেলায় জঙ্গলে থাকছে,রাত হলেই খাবারের সন্ধান করছে বিভিন্ন দিকে। আমরা ড্রাইভ করে অন্যত্র পাঠানোর চেষ্টা করব”।