
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এতদিন ছিল সেনাবাহিনী অসুস্থ হলে তাদের জন্য ইমার্জেন্সি ভিত্তিতে হেলিকপ্টারে করে আহতদের নিয়ে যাওয়া হতো হাসপাতালে এবং নার্সিংহোমে ভর্তি করার জন্য কিন্তু এবার একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগেই হেলিকপ্টার পরিষেবায় যুক্ত হল।গুরুতর অসুস্থ হলে হেলিকপ্টার নিয়ে আসবে আপনাকে এই নার্সিংহোমে ভর্তি করতে।
কখনো কি দেখেছেন হেলিকপ্টারে করে জরুরী ভিত্তিতে রোগীকে নিয়ে এসে নার্সিংহোমে ভর্তি করতে? এবার ঠিক সেই ভাবনা চিন্তাকেই বাস্তবে রূপ দিল কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম।দেশের প্রথম বেসরকারি সিভিল (সেনাবাহিনীর এক্তিয়ারের বাইরে থাকা) হাসপাতাল হিসেবে নজির গড়ল কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতাল। মূলত দুর্গম এলাকায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া রোগীকে এয়ার অ্যাম্বুল্যান্স এর মাধ্যমে এয়ারলিফট করে সরাসরি হাসপাতালের ছাদে আনার ব্যবস্থা চালু করল ডিসান বেসরকারি নার্সিংহোম।

গত শুক্রবার সাড়ে দশটা নাগাদ উদ্বোধন হয় দেশের প্রথম বেসরকারি এয়ারলিফট সিস্টেম যুক্ত পরিষেবার।