Annual Sports: পাঁচখুরির বি এড কলেজে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো দু-দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Share

নিজস্ব প্রতিনিধি,পাঁচখুরি:

মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে অবস্থিত ঋষি অরবিন্দ শিক্ষক- শিক্ষণ মহাবিদ্যালয় ও ঋষি অরবিন্দ ফার্মাসি কলেজের পরিচালনায় দুইদিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো সোমবার।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল এই অ্যানুয়াল স্পোর্টস।

এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিখ্যাত ক্রীড়া প্রশিক্ষক সুব্রত পান, মেদিনীপুর ডিএসএ সম্পাদক সঞ্জিত তোরই,রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে বডিবিল্ডিং চ্যাম্পিয়ন এবং মেদিনীপুরের প্রতিষ্ঠিত জিম শিক্ষা প্রতিষ্ঠান বারবেল কমপ্লেক্সের কর্ণধার শোভন সরকার,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কলেজ পরিদর্শক ডঃ বিনয় চন্দ,বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ তপন মিশ্র ,আয়োজক মহাবিদ্যালয়ের সম্পাদক মিঠুন বারিক,মহাবিদ্যালয়ের সমন্বয়কারী শিশির মিশ্র প্রমুখ।
বিশিষ্ট অতিথিদের সম্মাননা জ্ঞাপন এবং তাঁদের দ্বারা মশাল প্রজ্জ্বলন,পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে সূচনা হয় মহাবিদ্যালয়ের সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার।

এই প্রতিযোগিতায় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ এবং পার্শ্ববর্তী গ্রামের বাচ্চাদেরও অংশগ্রহণ ছিল নজর কাড়ার মতো। মহাবিদ্যালয়ের সম্পাদক মিঠুন বারিক সকলকে উৎসাহিত করেন এবং বিশিষ্ট অতিথিদের সম্মাননা জ্ঞাপন করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাবিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক দেবাঞ্জন সেনগুপ্ত ও সুনীল জানা এবং তাদের সহযোগিতা করেন অধ্যাপক বৃন্দাবন অধিকারী।

এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়ে ওঠায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মাধব চন্দ্র রথ সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মঙ্গলবার খেলার শেষ দিন ছিল উৎসবমুখর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in