Ghatal Master Plan: এতদিন পর ঘাটাল বাসীর স্বপ্ন পূরণ হল!রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর বরাদ্দের ঘোষণায় খুশি সাংসদ দেব,কটাক্ষ বিজেপির

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

বাজেটে ঘাটালের মাস্টার প্ল্যান এর জন্য বরাদ্দ ৫০০ কোটি,খুশিতে মিছিল করল তৃণমূল। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন ঘাটালের জন্য লড়াই করা মানুষ যারা হারিয়ে গেছে তাদেরকেও জন্য খুশির খবর।যত তাড়াতাড়ি সম্ভব ঘাটালের কাজ সমাপ্ত হবো বলেই আশাবাদী। অন্যদিকে ঘাটালের মানুষ খুশী হলেও কটাক্ষ বিজেপির।

বুধবার ছিল রাজ্য বাজেট আর সেই বাজেটের অন্যান্য প্রকল্প রাজ্য-সুবিধের পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যা নিয়ে এক প্রকার কিছুটা হলেও উৎসাহ ঘাটাল বাসীদের।সেইসঙ্গে এই বরাদ্দের ঘোষণায় খুশি ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ও ওরফে দেব।এদিন দেব তার এক ভিডিও বার্তায় জানিয়েছেন এ ছিল দীর্ঘদিনের লড়াই। যারা দীর্ঘদিন ধরে এই ঘাটাল মাস্টার প্রার্থনা লড়াই করেছেন তারা হয়তো আজ আর নেই তবে তাদের জন্য উৎসর্গ করা হলো এই ঘাটাল মাস্টার প্ল্যান। তিনি এও বলেন টেন্ডার এবং যাবতীয় কাজকর্ম এগিয়েছে মুখ্যমন্ত্রীর বরাদ্দের টাকায় যত তাড়াতাড়ি সম্ভব এই পরিকল্পনার রূপায়িত হবে তার দিকে তাকিয়ে রয়েছে আমরা সবাই।এর জন্য ঘাটালের মানুষ মুখ্যমন্ত্রী এবং সকল মানুষকে ধন্যবাদ জানায়।

প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশন হল এই ঘাটাল।যার বেশিরভাগ সময়টাই ডুবে থাকে ফ্রি বছর বর্ষার জলে।জলের নাকানি-চোবানি খেয়ে মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল ঘাটাল মাস্টার প্ল্যান করার।বিগত বাম আমল থেকে সেই দাবী ছিল।এরপর পট পরিবর্তনে তৃণমূল ক্ষমতায় আসে এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সিপিআইএ প্রার্থী সন্তোষ রানার বিরুদ্ধে লড়াই করেছিলেন তৃণমূলের হয়ে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।সেই বছরই তিনি প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতে এলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে।কিন্তু তিনি করে উঠতে পারেনি ২০১৯ সালের লোকসভার আগে। এরপর তিনি প্রতিশ্রুতি দেন দ্বিতীয় বার টার্মে ফিরে এলে তিনি ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত করবেন।কিন্তু ২০২৪ এর লোকসভার আগে পর্যন্ত তিনি করতে পারেননি।

অবশেষে ২০২৪ এর লোকসভায় প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন জেতার পর ডিসেম্বরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে এবং তারপর এক বছরের মধ্যে যদি না কাজ শুরু হয় তাহলে তিনি নেক্সট ভোটের সময় এই লোকসভা থেকে দাঁড়াবেন না।শুধু দেব প্রতিশ্রুতি দিয়েছে এমন নয় ঘাটালের মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও।অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষার্থে বরাদ্দ হল টাকা।বাজেট পেশে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণায় অভিনন্দন জানিয়ে ঘাটাল শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস।ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস ও ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে ঘাটাল শহরে মিছিলটি করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত,ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি সহ ঘাটাল শহর ও ঘাটাল পৌরসভার চেয়ারম্যান সহ ব্লক ও শহর তৃণমূলের নেতা কর্মীরা।রীতিমতো ব্যানার ছাপিয়ে বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটির বরাদ্দের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন স্লোগান তুলে শহর জুড়ে মিছিল করে তৃণমূলের নেতা কর্মীরা।

যদিও এ বিষয়ে কটাক্ষ বিজেপির।বিজেপির ঘাটাল বিধায়ক শীতল কপাট বলেন,’কেন্দ্র রাজ্য ছাড়া কোনোভাবেই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হওয়া সম্ভব নয়।তৃণমূল শুধু হাওয়ায় ওড়ানোর জন্য এই ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।আসলে জল ছাড়া যেমন মাছ বাঁচে না তেমনি কাটমানি ছাড়া তৃণমূল বাঁচে না। আসলে মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার একটা প্ল্যান করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটি সম্পাদক নারায়ণ সামন্ত বলেন,”দীর্ঘদিনের চাওয়া-পাওয়া অবশেষে পুরনো মুখ্যমন্ত্রীর হাত ধরে তাই আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এরই সঙ্গে এক্ষেত্রে কেন্দ্র সরকার কোন সাহায্য করল না তারও আমরা নিন্দে জানাচ্ছি।তবে আমরা চাইবো যত দ্রুত সম্ভব এই ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন করে ঘাটাল বাসীর দুর্ভোগ দূর করুক শাসক দল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in